আমার উমা কই গিরিরাজ, কোথায় আমার নন্দিনী (amar uma koi giriraj,kothay amar nondini)

আমার উমা কই গিরিরাজ, কোথায় আমার নন্দিনী।
এ যে দেবী দশভুজা এ কোন্ রণ-রঙ্গিণী॥
    মোর  লীলাময়ী চঞ্চলারে ফেলে
           এ কোন দেবীমূর্তি নিয়ে এলে,
এ যে মহীয়সী মহামায়া বামা মহিষ-মর্দিনী॥
    মোর  মধুর স্নেহে জ্বালতে আগুন আন্‌লে কারে ভুল ক’রে,
    এরে  কোলে নিতে হয় না সাহস ডাকতে নারি নাম ধ’রে।
           কে এলি মা দনুজ দলন বেশে
           কন্যারূপে মা ব’লে ডাক হেসে হেসে,
     তুই  চিরকাল যে দুলালি মোর মাতৃস্নেহে বন্দিনী॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে জানা যায় না। ১৯৩৭ খ্রিষ্টাব্দের অক্টোবর (আশ্বিন-কার্তিক ১৩৪৪) মাসে এইচএমভি  রেকর্ড কোম্পানি থেকে গানটির প্রথম রেকর্ড প্রকাশিত হয়েছিল। সেই সময় নজরুল ইসলামের বয়স ছিল ৩৮ বৎসর ৪ মাস।
     
  • রেকর্ড:
  • স্বরলিপি ও স্বরলিপিকার: আহসান মুর্শেদ [নজরুল সঙ্গীত স্বরলিপি, সাতাশ খণ্ড, নজরুল ইন্সটিটিউট, ঢাকা। কার্তিক, ১৪১২/অক্টোবর ২০০৫ খ্রিষ্টাব্দ] দ্বিতীয় গান। [নমুনা]
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: ভক্তি (হিন্দুধর্ম, শাক্ত)
    • সুরাঙ্গ: টপ্পা
    • তাল: যৎ
    • গ্রহস্বর: মমপধণা

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।