আমার উমা কই গিরিরাজ, কোথায় আমার নন্দিনী (amar uma koi giriraj,kothay amar nondini)

আমার উমা কই গিরিরাজ, কোথায় আমার নন্দিনী।
এ যে দেবী দশভুজা এ কোন্ রণ-রঙ্গিণী॥
    মোর  লীলাময়ী চঞ্চলারে ফেলে
           এ কোন দেবীমূর্তি নিয়ে এলে,
এ যে মহীয়সী মহামায়া বামা মহিষ-মর্দিনী॥
    মোর  মধুর স্নেহে জ্বালতে আগুন আন্‌লে কারে ভুল ক’রে,
    এরে  কোলে নিতে হয় না সাহস ডাকতে নারি নাম ধ’রে।
           কে এলি মা দনুজ দলন বেশে
           কন্যারূপে মা ব’লে ডাক হেসে হেসে,
     তুই  চিরকাল যে দুলালি মোর মাতৃস্নেহে বন্দিনী॥

  • ভাবসন্ধান: দক্ষযজ্ঞের সতী রূপিণী দুর্গা দেহ বিসর্জেনর পর হিমালয়ের পত্নী মেনকার গর্ভে জন্মেছিলেন। এই জন্মে দুর্গা ছিলেন উমা নামে পরিচিতা। তিনি শিবকে স্বামী হিসেবে পাওয়ার জন্য কঠোর তপস্যা শুরু করেন। তাঁর এই কঠোর তপস্যা দেখে তাঁর মা মেনকা বলেছিলেন- উ (হে পর্বতকন্যা পার্বতী) মা (না, তপস্যা কোরো না)। সেই থেকে তিনি উমা নামে পরিচিত হন।

    মেনকার কাছে পার্বতী ছিলেন লীলাময়ী চঞ্চলা কন্যা । গিরিরাজ হিমালয় যখন দশভুজা দেবী দুর্গাকে অসুর-বিনাশিনী রণ-রঙ্গিণী রূপে মেনকার সামনে হাজির করেন-, তখন মেনকা তাঁর রূপ দেখে বিস্মিত হয়ে বলেন- কোথায় তাঁর নন্দিনী উমা। এ যে মহিয়সী মায়াময় বামা মহিষ-মর্দিনী।

    মেনকা চান মধুর্ স্নেহে তাঁর কন্যাকে অভিষিক্ত করতে। তার পরিবর্তে দেবী এসেছিলেন তাঁর রুদ্র রূপের বহ্নি জ্বেলে।  মেনকা দেবীকে পরম স্নেহে তাঁকে কোলে টেনে নিতে ভয় পান, সাহস করে নাম ধরে ডাকতেও ভয় পান। এই দেবী-রূপিণী দুর্গাকে তিনি দনুজ (দুনুর পুত্র অর্থে দনুজ। অসুর বিশেষ) বিনাসিনী দুর্গার রূপ পরিহার করে, তাঁর কন্যা পার্বতীর রূপে দেখতে চেয়েছেন। যেন তিনি মেনকাকে মা বলে হেসে হেসে ডাকেন, যেন তিনি মায়ের আদিরণী হয়ে মাতৃস্নেহে বন্দিনী হয়ে চিরকাল বিরাজ করেন মা মেনকার কাছে।
  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে জানা যায় না। ১৯৩৭ খ্রিষ্টাব্দের অক্টোবর (আশ্বিন-কার্তিক ১৩৪৪) মাসে এইচএমভি  রেকর্ড কোম্পানি থেকে গানটির প্রথম রেকর্ড প্রকাশিত হয়েছিল। সেই সময় নজরুল ইসলামের বয়স ছিল ৩৮ বৎসর ৪ মাস।
     
  • গ্রন্থ:
    • নজরুল-সঙ্গীত সংগ্রহ,  (নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৭। ফেব্রুয়ারি ২০১১)। গান- ১০৭৪।
  • ৱরেকর্ড:
  • স্বরলিপি ও স্বরলিপিকার: আহসান মুর্শেদ [নজরুল সঙ্গীত স্বরলিপি, সাতাশ খণ্ড, নজরুল ইন্সটিটিউট, ঢাকা। কার্তিক, ১৪১২/অক্টোবর ২০০৫ খ্রিষ্টাব্দ] দ্বিতীয় গান। [নমুনা]
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: ধর্মসঙ্গীত। সনাতন হিন্দু ধর্ম। শাক্ত। দুর্গা। অপত্য স্নেহ।
    • সুরাঙ্গ: টপ্পা
    • তাল: যৎ
    • গ্রহস্বর: মমপধণা

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।