আমার কান দুটো ধরে, বলে গেছে বাবা, পরের উপকার করিস না। (amar kan duto dhore, bole geche baba,porer upokar korish na)
আমার কান দুটো ধরে, বলে গেছে বাবা, পরের উপকার করিস না।
ছেঁড়া জুতো পরে বরযাত্রী যাবি,
ভালো দুটো পেলে বদলিয়ে নিবি,
পায়ে ভরে সোজা বাড়ি চলে আসবি, পিছন ফিরে তাকাবি না॥
ওরে পরের মাকে নিজের মা ভাববি,
পরের বোনকে নিজের বোন মনে করবি।
ওরে পরের বৌকে, নিজের বৌ মনে করিস না,
যদি করিস, তা হলে মার খেয়ে চামড়া থাকবে না॥
- রচনাকাল: ১৯১০-১৯১২ খ্রিষ্টাব্দ (১৩১৭-১৩১৯ বঙ্গাব্দ)। বরধ্মান জেলার চুরুলিয়া গ্রামে, নজরুলের ১১ থেকে ১৩ বৎসর বয়সের রচনা।
- গ্রন্থ:
- দুখুমিয়ার লেটো গান। 'কুলসুম' পালা। প্রথম দৃশ্য। তৃতীয় দৃশ্যান্তর। প্রথম গান। কালুর গান। সংকলক ও সম্পাদক: মুহম্মদ আয়ুব হোসেন। বিশ্বকোষ পরিষদ। নজরুল ফাউন্ডেশন। ১৯ অগ্রহায়ণ ১৪১০, ৬ ডিসেম্বর ২০০৩। পৃষ্ঠা: ২১২।
- নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০০৩। লেটোগান। গান সংখ্যা ২৭৭৫]
- বিষয়াঙ্গ: লোককাহিনি অবলম্বনে রচিত 'কুলসুম' পালার চতুর্থ গান। ভণিতা নাই।