আমার কালিবাঞ্ছা কল্পতরুর ছায়াতলে আয় রে (amar kalibancha kolpotorur chayatole ay re)
আমার কালিবাঞ্ছা কল্পতরুর ছায়াতলে আয় রে,
এই তরুতলে যে যাহা চায় তখনি তা পায় রে॥
তুই চতুর্বর্গ ফল কুড়াবি
যোগ পাবি, ভোগ পাবি
এমন কল্পতরু থাকতে ─ কেন মরিস্ নিরাশায় রে॥
দস্যু ছেলের আবদারে সে সাজে ডাকাত কালির বেশে,
কত রামপ্রসাদের কন্যা হয়ে বেড়া বেঁধে যায় রে।
ওরে পুত্র-কন্যা বিভব-রতন,
চেয়ে নে যার ইচ্ছা যেমন,
ওরে আমার এ মন থাকে যেন বাঞ্ছাময়ীর পায় রে॥
সে আর কিছু না চায়
চেয়ে চেয়ে বাসনা তার শেষ হল না হায়!
এবার খালি হাতে তালি দিয়ে (আমি) চাইব কালিকায় রে॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৪৩ বঙ্গাব্দের ফেব্রুয়ারি (মাঘ-ফাল্গুন ১৩৪৯) মাসে এইচএমভি রেকর্ড কোম্পানি থেকে গানটির প্রথম রেকর্ড প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৪৩ বৎসর ৮ মাস।
- রেকর্ড: এইচএমভি। ফেব্রুয়ারি ১৯৪৩ (মাঘ-ফাল্গুন ১৩৪৯)। এন ২৭৩৫২। শিল্পী: মৃণালকান্তি ঘোষ [শ্রবণ নমুনা]
- স্বরলিপি ও স্বরলিপিকার: ইদ্রিস আলী [ নজরুল সঙ্গীত স্বরলিপি, দ্বাবিংশ খণ্ড, নজরুল ইন্সটিটিউট, ঢাকা ভাদ্র, ১৪০৭/ সেপ্টেম্বর, ২০০০ খ্রিষ্টাব্দ] প্রথম গান। [নমুনা]
- সুরকার: কমল দাশগুপ্ত
- পর্যায়:
- বিষয়াঙ্গ: ভক্তি (শাক্ত, শ্যামা সঙ্গীত)
- সুরাঙ্গ: স্বকীয়
- তাল: দাদরা
- গ্রহস্বর: সা