আমার কালো মেয়ে রাগ করেছে (মাকে) কে দিয়েছে গালি (amar kalo meye rag koreche [ma ke] ke diyeche gali)

আমার    কালো মেয়ে রাগ করেছে (মাকে) কে দিয়েছে গালি —
            রাগ ক'রে সে সারা গায়ে মেখেছে তাই কালি॥
 যখন     রাগ করে মোর অভিমানী মেয়ে
            আরো মধুর লাগে তাহার হাসি-মুখের চেয়ে —
  কে      কালো দেউল ক'রলে আলো অনুরাগের প্রদীপ জ্বালি'॥
            পরেনি সে বসন-ভূষণ, বাঁধেনী সে কেশ, —
            তারি কাছে হার মানে যে ভুবন-মোহন বেশ।
            রাগিয়ে তারে কাঁদি যখন দুখে, (দয়াময়ী মা —)
            দয়াময়ী মেয়ে আমার ঝাঁপিয়ে পড়ে বুকে;
আমার    রাগী মেয়ে, তাই তারে দিই জবা ফুলের ডালি॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৮ খ্রিষ্টাব্দের সেপ্টেম্বর (ভাদ্র-আশ্বিন-১৩৪৫) মাসে, এইচএমভি রেকর্ড কোম্পানি এই গানটির একটি রেকর্ড প্রকাশ করেছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৯ বৎসর ৩ মাস।
     
  • গ্রন্থ:
    • নজরুল-সঙ্গীত সংগ্রহ,  (নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৭। ফেব্রুয়ারি ২০১১)। গান- ৬৭৮। পৃষ্ঠা: ২০৬-২০৭।
    • নজরুল সুরলিপি, দশম খণ্ড, ৮ সংখ্যক গান (নজরুল একাডেমী, ডিসেম্বর ১৯৮৬)। পৃষ্ঠা: ২৩-২৭।
    • রাঙাজবা, ৬৪ সংখ্যক গান। (নজরুল-রচনাবলী, সপ্তম খণ্ড। বাংলা একাডেমী, জ্যৈষ্ঠ ১৪১৫। মে ২০০৮)। পৃষ্ঠা: ২৫২।
  • বেতার: রক্তজবা । (গীতিচিত্র),। রচয়িতা: অবিনাশ বন্দ্যোপাধ্যায়। কলকাতা বেতার কেন্দ্র। ২০ নভেম্বর ১৯৩৯ (সোমবার, ৪ অগ্রহায়ণ ১৩৪৬)। সান্ধ্য অনুষ্ঠান। সন্ধ্যা ৬.১০।
    • সূত্র:
      • বেতার জগৎ। ১০ম বর্ষ, ২২শ সংখ্যা। পৃষ্ঠা: ৮৭৭
      •  নজরুল যখন বেতারে। আসাদুল হক। বাংলাদেশ শিল্পকলা একডেমী। মার্চ ১৯৯৯। পৃষ্ঠা: ৭৬।
  • রেকর্ড: এইচএমভি [সেপ্টেম্বর ১৯৩৮ (ভাদ্র-আশ্বিন-১৩৪৫)]। এন ১৭১৮৩। শিল্পী: মৃণালকান্তি ঘোষ। [শ্রবণ নমুনা]
     
  • সুরকার: কমল দাসগুপ্ত
  • স্বরলিপি ও স্বরলিপিকার:
    • ড. রশিদুন্ নবী। নজরুল -সংগীত স্বরলিপি (৩৯তম খণ্ড)। নজরুল ইন্সটিটিউট। ঢাকা। জ্যৈষ্ঠ ১৪২৩/জুন ২০১৬। গান সংখ্যা ১। পৃষ্ঠা: ১৭-২১ [নমুনা]
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: ভক্তি (হিন্দু, শাক্ত)
    • সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্যের গান
    • তাল: দাদরা
    • গ্রহস্বর: মগ

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।