অনেক ছিল বলার, যদি সেদিন ভালোবাস্তে গো।( onek chilo bolar, jodi sedin bhalobashte go)
অনেক ছিল বলার, যদি সেদিন ভালোবাস্তে গো।
পথ ছিল গো চলার, যদি দু'দিন আগে আস্তে গো॥
আজিকে মহাসাগর−স্রোতে, চলেছি দূর পারের পথে
ঝরা-পাতা হারায় যথা, সেই আঁধারে ভাস্তে গো॥
গহন রাতি ডাকে আমায় এলে তুমি আজ্কে
কাঁদিয়ে গেলে হায় গো আমার বিদায়-বেলার সাঁঝ্কে।
আস্তে যদি হে অতিথি
ছিল যখন শুক্লা তিথি
ফুটত চাঁপা, সেদিন যদি চৈতালী−চাঁদ হাস্তে॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৮ খ্রিষ্টাব্দের জুন মাসে (জ্যৈষ্ঠ-আষাঢ় ১৩৪৫), এইচএমভি রেকর্ড কোম্পানি থেকে গানটির প্রথম রেকর্ড প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৯ বৎসর ১ মাস।
- রেকর্ড: এইচএমভি [জুন ১৯৩৮ (জ্যৈষ্ঠ-আষাঢ় ১৩৪৫)। এন. ১৭০৯৮.। শিল্পী: আব্বাসউদ্দীন আহমদ। সুর: নজরুল ইসলাম।][শ্রবন নমুনা]
- স্বরলিপিকার ও স্বরলিপি: নজরুল সঙ্গীত স্বরলিপি (চতুর্থ খণ্ড)। দ্বিতীয় মুদ্রণ [নজরুল ইন্সটিটিউট। অগ্রহায়ণ ১৪০২। নভেম্বর ১৯৯৫। প্রথম গান। পৃষ্ঠা ৩৩-৩৫] [নমুনা]
- সুরকার: কাজী নজরুল ইসলাম
- [শ্রবন নমুনা]
- পর্যায়:
- বিষয়াঙ্গ: প্রেম
- সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্য
- তাল: কাহারবা
- গ্রহস্বর: সা