আমার-দেওয়া ব্যথা ভোলো (amar deoya byatha bholo)
রাগ: জৌনপুরী-টোড়ি, তাল: একতাল
আমার-দেওয়া ব্যথা ভোলো।
আজ যে যাবার সময় হল॥
নিব্বে যখন আমার বাতি
আসবে তোমার নূতন সাথি,
আমার কথা তা'রে বলো॥
ব্যথা দেওয়ার কী যে ব্যথা
জানি আমি, জানে দেবতা।
জানিলে না কী অভিমান
করেছে হায় আমায় পাষাণ,
দাও যেতে দাও, দুয়ার খোলো॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৪ বঙ্গাব্দের মার্চ মাসে (ফাল্গুন-চৈত্র ১৩৪০) এইচএমভি রেকর্ড কোম্পানি থেকে গানটির প্রথম রেকর্ড প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৪ বৎসর ৯ মাস।
- রেকর্ড: এইচএমভি । মার্চ ১৯৩৪ (ফাল্গুন- চৈত্র ১৩৪০)। এন ৭২১০। শিল্পী: মৃণালকান্তি ঘোষ [শ্রবণ নমুনা]
- গ্রন্থ:
- গীতি-শতদল
- প্রথম সংস্করণ [বৈশাখ ১৩৪১। এপ্রিল ১৯৩৪]। গীতি-শতদল-১৮। জৌনপুরী-টোড়ি-একতালা।
- নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংকলন। পঞ্চম খণ্ড। বাংলা একাডেমী। ঢাকা। জ্যৈষ্ঠ ১৪১৮ মে, ২০১১। গীতি-শতদল। গান সংখ্যা ১৮। জৌনপুরী-টোড়ি-একতালা। পৃষ্ঠা ২৯৪-২৯৫]
- গীতি-শতদল
- স্বরলিপিকার ও স্বরলিপি:
- এস.এম. আহসান মুর্শেদ । নজরুল সঙ্গীত স্বরলিপি (৩৬শ খণ্ড) [আষাঢ়, ১৪২১ বঙ্গাব্দ/ জুন, ২০১৪। নজরুল ইন্সটিটিউট, ঢাকা]। [নমুনা]
- পর্যায়: