আমার ধ্যানের ছবি আমার হজরত (amar dhyaner chobi amar hojrot)
আমার ধ্যানের ছবি আমার হজরত।
ও নাম প্রাণে মিটায় পিয়াসা,
আমার তামান্না আমারি আশা,
আমার গৌরব আমারি ভরসা,
এ দীন গোনাহ্গার তাঁহারি উম্মত॥
ও নামে রওশন জমীন আস্মান,
ও নামে মাখা তামাম জাহান্,
ও নামই দরিয়ায় বহায় উজান,
ও নাম ধেয়ায় মরু ও পর্বত॥
আমার নবীর নাম জপে নিশিদিন
ফেরেশ্তা আর হুর পরী জিন্
ও নাম জপি আমার ভোমরায়
পাব কিয়ামতে তাঁহার শাফায়ৎ॥
- ভাবসন্ধান: এই গানে ইসলাম ধর্মের প্রবর্তক হজরত মুহম্মদ (সাঃ)-এর নাম বন্দনা করা হয়েছে- তাঁর ভক্তের অনুসরণে। এই ভক্তের ধ্যানের প্রতীক নবি, আর তাঁর নামেই তিনি খুঁজে পান ধর্ম-পিপাসা নিবারণী জল। তাঁর তামান্না (প্রার্থনা), তাঁর আশাই নবির নাম। নবিই তাঁর গৌরব, নবিই তাঁর ভরসা। কারণ, এই ভক্ত তাঁরই উম্মত (অনুসারী)। তাঁর নামেই জ্যোতির্ময় হয়ে ওঠে আসমান-জমিন। সমগ্র চরাচার জুড়ে রয়েছে তাঁর নামের মহিমা। তাঁর নামে নদীতে উজান বয়, নামের ধ্যান করে মরু পর্বত। ভক্তের এই নবির নাম সর্বদা জপ করে ফেরেস্তা, হুর পরি, জিন। ভক্ত মনে করেন- তাঁর মন-ভোমরাও নাম জপ করলে কিয়ামতের দিনে তিনি পাবেন পাপমোচনের শাফায়ৎ সুপারিশ।
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৫ খ্রিষ্টাব্দে ১৮ সেপ্টেম্বর (মঙ্গলবার, ১ আশ্বিন ১৩৪১ বঙ্গাব্দ), এইচএমভি রেকর্ড কোম্পানির সাথে কয়েকটি গান প্রকাশের জন্য নজরুলের একটি চুক্তি হয়। এই চুক্তিপত্রে এই গানটির উল্লেখ ছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৬ বৎসর ৪ মাস।
- রেকর্ড:
- এইচএমভির সাথে চুক্তিপত্র। [১৮ সেপ্টেম্বর ১৯৩৫ (বুধবার, ১ আশ্বিন ১৩৪২)
- এইচএমভি। জানুয়ারি ১৯৩৬ (পৌষ-মাঘ ১৩৪২)। এন ৭৪৭৮। শিল্পী: রওশন আরা বেগম। [শ্রবন নমুনা]
- স্বরলিপি ও স্বরলিপিকার:
- নীলিমা দাস। [নজরুল সঙ্গীত স্বরলিপি, একত্রিশতম খণ্ড, নজরুল ইন্সটিটিউট, ঢাকা। ফাল্গুন, ১৩৯৭ বঙ্গাব্দ/ ফেব্রুয়ারি, ২০০৭ খ্রিষ্টাব্দ] প্রথম গান। রেকর্ডে রওশান আরা বেগমের গাওয়া গানের সুরানুসারে স্বরলিপি করা হয়েছে। [নমুনা]
- পর্যায়:
- বিষয়াঙ্গ: ধর্মসঙ্গীত। ইসলামি গান। নাত-এ রসুল। নামবন্দনা
- সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্য
- তাল: কাহারবা
- গ্রহস্বর: সা