আমার বিজন ঘরে হেসে (amar bijon ghore heshe)

আমার বিজন ঘরে হেসে এলো পথিক মুসাফির-বেশে।
শরমে মরিয়া তারে শুধাই, তরুণ পথিক, কি তব চাই?’
সে কহে, - ‘যা দাও লইব তাই॥
দিনু তারে খোঁপার ফুল,
সে কহে, - ‘এ নহে, করেছ ভুল।’
কহিনু, - ‘ভিখারি কি তবে চাও?’
সে কহে, -‘গলার মালাটি দাও॥’
বসিতে তারে দিনু আসন,
দাঁড়ায়ে রহে সে করুণ-নয়ন।
কহিনু, - ‘কি চাহ ওগো শ্যামল?
’ সে কহে, - তোমার আধেক আঁচল॥
কহিনু, - কেন এ আঁখি-পানে
চাহিয়া রয়েছ এক ধ্যানে?
আমার চোখে কি চাও বঁধু?
সে কহে, - অনুরাগের মধু॥
কহিনু, - ‘হে প্রিয়, নাহি যে ঠাঁই,
ভাঙা কুটির, চাঁদে কোথা বসাই?’
কহিল না কথা অভিমানী –
কি হ’ল শেষে সই নাহি জানি।
হেরিনু প্রভাতে পাশে মম
ঘুমায়ে আমার প্রিয়তম॥

  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩২ খ্রিষ্টাব্দের ডিসেম্বর  (অগ্রহায়ণ-পৌষ ১৩৩৯) মাসে মেগাফোন রেকর্ড কোম্পানি থেকে গানটি প্রথম প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৩ বৎসর ৬ মাস।
     
  • রেকর্ড: মেগাফোন। ডিসেম্বর ১৯৩২ (অগ্রহায়ণ-পৌষ ১৩৩৯)। জেএনজি ৪৯। শিল্পী: শ্রীমতী তারা। শ্রেণি গজল।
  • গ্রন্থ:
    • গুলবাগিচা'
      • প্রথম সংস্করণ [১৩ আষাঢ় ১৩৪০, ২৭ জুন ১৯৩৩। গুল-বাগিচা-১৯। বারোয়াঁ মিশ্র-কার্ফা। পৃষ্ঠা: ৩৫]
      • নজরুল রচনাবলী, জন্মজয়ন্তী সংস্করণ পঞ্চম খণ্ড। বাংলা একাডেমী। জ্যৈষ্ঠ ১৪১৮ মে, ২০১১। গুল-বাগিচা। গান সংখ্যা ১৯। বারোয়াঁ মিশ্র-কার্ফা। পৃষ্ঠা ২৩৬]
  • পত্রিকা: মোহম্মদী। পৌষ ১৩৩৯ (ডিসেম্বর ১৯৩২-জানুয়ারি ১৯৩৩)। শিরোনাম: অভিমানী।

 

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।