(মা) আমার ভবের অভাব লয় হয়েছে শ্যামা-ভাব-সমাধিতে ( [ma] amar bhober obhab loy hoyeche shyama-bhab-somadhite)
(মা) আমার ভবের অভাব লয় হয়েছে শ্যামা-ভাব-সমাধিতে।
শ্যামা রসে যে-মন আছে ডুবে কাজ কিরে তার যশ-খ্যাতিতে॥
মধু যে পায় শ্যামা-পদে,
কাজ কিরে তার বিষয়-মদে;
যুক্ত যে মন যোগমায়াতে ; ভাবনা কি তার রোগ ব্যাধিতে॥
কাজ কি'রে তার লক্ষ টাকায়, মোক্ষ লক্ষ্মী যাহার ঘরে,
কত রাজার রাজা প্রসাদ মাগে সেই ভিখারির পায়ে ধরে।
ওমা শান্তিময়ী অন্তরে যার,
দুঃখ শোকে ভয় কিরে তার
সে সদানন্দ সদাশিব জীবন্মুক্ত ধরণীতে॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। প্রবর্তক পত্রিকার কার্তিক ১৩৪৬ (অক্টোবর-নভেম্বর ১৯৩৯) সংখ্যায় গানটি প্রথম প্রকাশিত হয়। এই সময় নজরুলের বয়স ছিল ৪০ বৎসর ৫ মাস।
- পত্রিকা: প্রবর্তক। কার্তিক ১৩৪৬ (অক্টোবর-নভেম্বর ১৯৩৯)
- রেকর্ড: এইচএমভি। সেপ্টেম্বর ১৯৪০ (ভাদ্র -আশ্বিন ১৩৪৭)। এন ২৭০১০। শিল্পী: মৃণালকান্তি ঘোষ। (শ্রবণ নমুনা)
- [মাসুদা আনাম কল্পনা (শ্রবণ নমুনা)]
- স্বরলিপিকার ও স্বরলিপি: সালাউদ্দিন আহ্মেদ [নজরুল-সঙ্গীত স্বরলিপি, অষ্টাদশ খণ্ড। প্রথম সংস্করণ। নজরুল ইন্সটিটিউট আশ্বিন ১৪০৪/অক্টোবর ১৯৯৩। ২২ সংখ্যক গান] [নমুনা]
- সুরকার: কমল দাশগুপ্ত
- পর্যায়:
- বিষয়াঙ্গ: ভক্তি [হিন্দুধর্ম, শাক্ত]
- সুরাঙ্গ: স্বকীয়
- তাল: দাদরা
- গ্রহস্বর: সা