আমার মন যা'রে চায় (amar mon jare chay)

আমার মন যা'রে চায় সে বা কোথায় গো সখি,
পাই না গো তা'রে।
আমার মনের দুঃখ সে বিনে কেউ জানে না রে॥
কৃষ্ণ প্রেম-বিরহানলে ঘষিয়া ঘষিয়া জ্বলে গো
অনল জ্বলে গেল দ্বিগুণ, জ্বলে নিভে না রে।
না পেলাম সেই বন্ধুর দেখা বসে কান্দি একা একা গো
আমার মন যে কেমন হ'ল রয় না ঘরে॥
আমার যে অন্তরের ব্যথা, ‍মুখ ফুটে না বলি কথা গো-
আমার প্রাণ বিদরে বুক চিরে দুঃখ দেখাই কা'রে॥

  • রচনাকাল: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না।
     
  • গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ২২০২]

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।