আমার যখন পথ ফুরাবে, আসবে গহীন রাতি (amar jokhon poth phurabe,ashbe gohin rati)

আমার যখন পথ ফুরাবে, আসবে গহীন রাতি (খোদা) 
তখন তুমি হাত ধ'রো মোর হ'য়ো পথের সাথি (খোদা)॥
অনেক কথা হয়নি বলা বলার সময় দিও, খোদা 

আমার তিমির অন্ধ চোখে দৃষ্টি দিও প্রিয়, খোদা
বিরাজ করো বুকে তোমার আরশখানি পাতি'॥
সারা জীবন কাটলো আমার বিরহে বঁধু,
পিপাসিত কণ্ঠে এসে দিও মিলন-মধু।
তুমি যেথায় থাক প্রিয় সেথায় যেন যাই, খোদা,
সখা ব'লে ডেকো আমায় দিদার যেন পাই, খোদা।
সারা জনম দুঃখ পেলাম, যেন এবার সুখে মাতি॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। বুলবুল পত্রিকার  কার্তিক ১৩৪৪ (অক্টোবর-নভেম্বর ১৯৩৭) সংখ্যায় গানটি প্রথম প্রকাশিত প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৮ বৎসর ৫ মাস।
     
  • পত্রিকা: বুলবুল। কার্তিক ১৩৪৪ (অক্টোবর-নভেম্বর ১৯৩৭)
  • রেকর্ড:
    • ১৯৪২ খ্রিষ্টাব্দের ৩১ জুলাই (শুক্রবার ১৫ শ্রাবণ ১৩৪৯) নজরুলের সাথে এইচএমভি একটি চুক্তি হয়। ওই চুক্তিপত্রের গানটির উল্লেখ ছিল।
    • টুইন [সেপ্টেম্বর ১৯৪২ (ভাদ্র-আশ্বিন ১৩৪৯)। এফটি ১৩৮২৪। শিল্পী: আব্বাসউদ্দীন আহমদ। সুর: দেলওয়ার হোসেন। [শ্রবন নমুনা]
       
  • স্বরলিপি ও স্বরলিপিকার:
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: ভক্তি [ইসলামী গান]
    • সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্য

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।