আমার যাবার সময় হলো, দাও বিদায় (amar jabar somoy holo,dao biday)

আমার যাবার সময় হলো, দাও বিদায়।
মোছ আঁখি, দুয়ার খোলো, দাও বিদায়॥

    ফোটে যে ফুল আঁধার রাতে
    ঝরে ধূলায় ভোর বেলাতে
আমায় তারা ডাকে সাথে 
 আয় রে আয়।
সজল করুণ নয়ন তোলো, দাও বিদায়॥

অন্ধকারে এসেছিলাম থাকতে আঁধার যাই চ'লে;
ক্ষণিক ভালোবেসেছিলেম চিরকালের না-ই হ'লে।
    হ'লো চেনা হ'লো দেখা
    নয়ন-জলে রইলো লেখা
দূর বিরহের ডাকে কেকা বরষায়
ফাগুন স্বপন ভোলো ভোলো, দাও বিদায়॥

  • ভাবসন্ধান: প্রেম পর্যায়ের গান। কোনো এক শুভক্ষণে প্রেমিক-প্রেমিকা পরস্পরের  সাথে প্রেমময় মধুর সময় অতিবাহিত করেছে। মিলনের প্রহর শেষে এসেছে বিদায়ের বেলা। এখন প্রেমিক এই বিচ্ছেদ-বেদনার অশ্রু মুছে ফেলে প্রেমিকার কাছে বিদায় প্রার্থনা করছে। প্রেমিক সান্ত্বনা দিয়ে বলছে, অন্ধকারে যে ফুল নীরবে প্রস্ফুটিত হয়, ভোর বেলায় সে তাঁর সকল সৌরভ-সৌন্দর্য নিয়ে মাটিতে ঝরে পড়ে। তাদের এই মিলনের ফুলও তেমনি। অন্ধকারে প্রেমিকার কাছে আসা আর ক্ষণিকের মিলনে যে আনন্দ বিকশিত হয়েছিল, প্রেমিকের কাছে তা দুর্লভ স্মৃতি। প্রেয়সীকে সে সান্ত্বনা দিয়ে বলছে, চিরকালের জন্য এই মিলন স্থায়ী না হলেও দুঃখ করার কিছু নেই। বরং এর ভেতর দিয়ে যে মধুর স্মৃতির জন্ম হবে, তা না হয় চোখের জলের ভিতর দিয়েই লেখা রইবে। বর্ষার মিলনাকাঙ্ক্ষায় কেকা যেমন, আহ্বান বুকে নিয়ে বসন্ত অতিবাহিত করে। তেমনি প্রেমিকাকে বসন্তের মিলনের স্বপ্নকে দুরাগত ভেবে যেন ভুলে থাকে। সবশেষে সব ভুলে গিয়ে প্রেমিকের কাছে বিদায় প্রার্থনা করে বিদায়ী প্রেমিক।
     
  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে জানা যায় না।  ১৯৩৫ খ্রিষ্টাব্দে ১৮ সেপ্টেম্বর (মঙ্গলবার, ১ আশ্বিন ১৩৪১ বঙ্গাব্দ), এইচএমভি রেকর্ড কোম্পানির সাথে কয়েকটি গান প্রকাশের জন্য নজরুলের একটি চুক্তি হয়। এই চুক্তিপত্রে এই গানটির উল্লেখ ছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৬ বৎসর ৪ মাস।
     
  • রেকর্ড:
    • এইচএমভির সাথে চুক্তিপত্র। [১৮ সেপ্টেম্বর ১৯৩৫ (বুধবার, ১ আশ্বিন ১৩৪২)
    • এইচএমভি । মার্চ ১৯৩৬ (ফাল্গুন-চৈত্র ১৩৪২) এন ৭৪৯৩। শিল্পী: আঙুরবালা [শ্রবণ নমুনা]
       
  • স্বরলিপি ও স্বরলিপিকার: সুধীন দাশ [নজরুল সঙ্গীত স্বরলিপি, আটাশতম খণ্ড,  নজরুল ইন্সটিটিউট, ঢাকা।  আষাঢ়, ১৪১৩/জুলাই ২০০৬] তৃতীয় গান।  [নমুনা]
     
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ:প্রেম
    • সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্য

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।