আমার লীলা বোঝা ভার (amar lila bojha bhar)
আমার লীলা বোঝা ভার।
নদীতে বান আনি আমি আমিই করি পার॥
আমার যারা করে আশ
করি তাদের সর্বনাশ,
তবু আশা ছাড়ে না যে মিটাই আশা তার॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৫ খ্রিষ্টাব্দের ডিসেম্বর ১৯৩৫ (অগ্রহায়ণ-পৌষ ১৩৪২) মাসে, এইচএমভি থেকে বরদাপ্রসন্ন দাশগুপ্তের নাটক 'সুভদ্রা'র নাটক প্রকাশিত হয়েছিল। নাটকটিতে এই গানটি ব্যবহৃত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৬ বৎসর ৬ মাস।
- গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ, (নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২)। ১০৮৫ সংখ্যক গান।
- রেকর্ড: এইচএমভি [ডিসেম্বর ১৯৩৫ (অগ্রহায়ণ-পৌষ ১৩৪২)]। এন ৭৪৫১। নাটিকা: সুভদ্রা। নাট্যকার: বরদাপ্রসন্ন দাশগুপ্ত। চরিত্র: বালকবেশী শ্রীকৃষ্ণ। শিল্পী: পদ্মাবতী