আমার সকল আকাশ ভ'রলো তোমার তনুর কমল-গন্ধে
আমার বন- ভবন ঘিরল মধুর কৃষ্ণ - মকরন্দে॥
এলোমেলো মলয় বহে
বন্ধু এলো, এলো কহে
উজ্জ্বল হ'ল আমার ভুবন তোমার মুখ -চন্দে॥
আমার দেহ-বীণায় বাজে তোমার চরণ-নূপুর-ছন্দ
সকল কাজে জাগে শুধু অধীর আনন্দ।
আমার বুকের সুখের মাঝে
তোমার উদাস বেণু বাজে
তোমার ছোঁওয়ার আবেশ জাগে ব্যাকুল বেণীর বন্ধে॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৬ খ্রিষ্টাব্দের মে (বৈশাখ-জ্যৈষ্ঠ ১৩৪৩) মাস , এইচএমভি রেকর্ড কোম্পানি এই গানটির প্রথম রেকর্ড প্রকাশ করেছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৬ বৎসর ১১ মাস।
- গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ১১০। পৃষ্ঠা: ৫৩১।
- রেকর্ড: এইচএমভি [মে ১৯৩৬ (বৈশাখ-জ্যৈষ্ঠ ১৩৪৩)]। এন ৯৭২৩। আভা সরকার
- স্বরলিপি ও স্বরলিপিকার:
- পর্যায়:
- বিষয়াঙ্গ: ধর্ম সঙ্গীত [সনাতন হিন্দু ধর্ম, বৈষ্ণব]
- সুরাঙ্গ: ভজন
- তাল: দাদরা
|