আমার সুরের ঝর্না-ধারায় করবে তুমি স্নান (amar surer jhorna dharay korbe tumi snan)
আমার সুরের ঝর্না-ধারায় করবে তুমি স্নান।
ওগো বধূ! কণ্ঠে আমার তাই ঝরে এই গান॥
কেশে তোমার পর্বে বালা
তাই গাঁথি এই গানের মালা,
তোমার টানে ভাব-যমুনায় বহিছে উজান॥
আমার সুরের ইন্দ্রাণী গো, উঠ্বে তুমি ব’লে,
নিত্য বাণীর সিন্ধুতে মোর মন্থন তাই চলে।
সিংহাসনের সুর-সভাতে
বসবে রানীর মহিমাতে,
সৃজন করি’ সেই গরবে সুরের পরীস্থান॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৪০ খ্রিষ্টাব্দের এপ্রিল মাসে (চৈত্র ১৩৪৬-বৈশাখ ১৩৪৭), টুইন কোম্পানি গানটির প্রথম রেকর্ড প্রকাশ করেছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৪০ বৎসর ১০ মাস।
- গ্রন্থ:
- নজরুল-সঙ্গীত সংগ্রহ (নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২)। ১০৮৮ সংখ্যক গান। পৃষ্ঠা: ৩৩৩।
- নজরুলের হারানো গানের খাতা [নজরুল ইনস্টিটিউট, ঢাকা। আষাঢ় ১৪০৪/জুন ১৯৯৭। গান সংখ্যা ৬০। পাণ্ডুলিপিতে কয়েকজন শিল্পীর নাম লিখে কেটে দেওয়ার পর, চূড়ান্ত নামটি লেখা হয়েছে for k Gupta (HMV)। পৃষ্ঠা: ৮৭।
- পত্রিকা:
- বুলবুল (কার্তিক ১৩৪৭ (অক্টোবর-নভেম্বর ১৯৪০)