চতুরঙ্গ রাম-ছাগী গায় চতুরঙ্গ বেড়ার ধারে (choturongo ram chhagi)

                রাম-ছাগী গায় চতুরঙ্গ বেড়ার ধারে।
                গাইয়ে ষাঁড়-সাথে বাছুর হাম্বা রবে- ভীষণ নাদ ছাড়ে,
                ফেটে বুঝি গেল কান, প্রাণে মারে!
    ‌            শুনিয়া হাই তোলে ভেউ ভেউ রোলে–ভুলোটা পগার-পারে॥
তেলেনা:     ডিম নে রে, তা দেরে, আমি না রে, তুই দেরে;
                নেরে ডিম, দেরে তা, তা দেনা,
                ওদের না না, তাদের না না, তুই দেরে ডিম!
                ওদের নাড়ি তাদের নারী দেদার নারী,
                দে রে নারী, যা ধেৎ, টানাটানি!
সরগম:       ধ প র ধ র গ, গ র গ ধ, গ র গ ধ,
                ন ধ ম ম প র ন, ম র গ, স র স ম।

তবলার বোল–  ভেগে যা, মেগে খা, মেরে কেটে খা, মেরে কেটে খা,
                    তেড়ে ধরে কাট দুম, ধরে কেটে রাখুন না রাখুন না
                কান দুটি যাক, শুধু কাটা থাক দুম॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩২ খ্রিষ্টাব্দের ফ্রেব্রুয়ারি (মাঘ-ফাল্গুন ১৩৩৮ বঙ্গাব্দে) মাসে, টুইন রেকর্ড কোম্পানি থেকে গানটি প্রথম প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩২ বৎসর ৮ মাস।
     
  • গ্রন্থ:
    • সুর-সাকী
      • প্রথম সংস্করণ [আষাঢ় ১৩৩৯ বঙ্গাব্দ। জুলাই ১৯৩২]
      • নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংস্করণ, চতুর্থ খণ্ড। বাংলা একাডেমী, ঢাকা। [জ্যৈষ্ঠ ১৪১৮, মে ২০১১। সুর-সাকী। ৯৬ সংখ্যক গান। চতুরঙ্গ। পৃষ্ঠা ২৮৪-২৮৫]
    • নজরুল-সঙ্গীত সংগ্রহ, [নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২। সংখ্যা ২৪৩০। চতুরঙ্গ। পৃষ্ঠা: ৭৫০]
    • নজরুল সঙ্গীত স্বরলিপি, আটচল্লিশতম খণ্ড। স্বরলিপিকার: ইদ্‌রিস আলী। [কবি নজরুল ইন্সটিটিউট, কার্তিক ১৪২৬। নভেম্বর ২০১৯। পৃষ্ঠা:  ১১৭-১২০] [নমুনা]
  • রেকর্ড: টুইন [ফেব্রুয়ারি ১৯৩২ (মাঘ-ফাল্গুন ১৩৩৮ বঙ্গাব্দ)]। এফটি ৮৪৮।  শিরোনাম: চতুরঙ্গ। শিল্পী: হরিদাস বন্দ্যোপাধ্যায়
  • স্বরলিপি ও স্বরলিপিকার:
    • ইদ্‌রিস আলী। ১৯৩২ খ্রিষ্টাব্দের ফেব্রুয়ারি মাসে টুইন রেকর্ড কোম্পানি থেকে প্রকাশিত গানের [ শিল্পী:  হরিদাস বন্দ্যোপাধ্যায়] সুরানুসারে স্বরলিপিটি নজরুল-সঙ্গীত স্বরলিপি আটচল্লিশতম খণ্ডে অন্তর্ভুক্ত হয়েছে। [নমুনা]
       
  • পর্যায়:  

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।