আমার হৃদয়-বৃন্দাবনে নাচেরে গিরিধারী বনমালিয়া (amar hridoy -brindabone nachere giridhari bonomaliya)

নাটিকা : ‘মীরাবাঈ’
মীরা : আমার হৃদয়-বৃন্দাবনে নাচেরে গিরিধারী বনমালিয়া।
সব সংশয়-ভঞ্জন নিতি মম চিত-রঞ্জন নবীন বারিদ গঞ্জন-কালিয়া॥
শ্রীকৃষ্ণ : তুমি এমন ক’রে আমায় ধ’রে রাখলে চিরদিন
আমি এমনি ক’রে যুগে যুগে শুধছি প্রেমের ঋণ,
তাই নেমে ধরায় নয়ন ধারায় ভাসায়েছি নদীয়া॥
মীরা : চির উজ্জ্বল হিয়া তলে
হে নাথ আসিবে ব’লে
রেখেছি প্রেমের শিখা জ্বালিয়া॥
শ্রীকৃষ্ণ : আমারে কাঁদালে আপনি কাঁদিয়া
মীরা : এসো নাথ এসো নাথ
ধোয়াব রাতুল চরণ যুগল নয়ন সলিল ঢালিয়া॥

  • চনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৩ খ্রিষ্টাব্দের সেপ্টেম্বর মাসে (ভাদ্র-আশ্বিন ১৩৪০)  এইচএমভি রেকর্ড কোম্পানি যোগেশ চৌধুরী 'মীরাবাঈ' নাটক প্রকাশ করে। এই নাটকে গানটি এই নাটকের মীরা চরিত্রের গান হিসেবে প্রথম প্রচারিত হয়। এই সময় নজরুলের বয়স ছিল ৩৪ বৎসর ৩ মাস।
     
  • গ্রন্থ: নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্‌ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০১৮। গান সংখ্যা ২৫১৬। তাল: ফের্‌তা (দ্রুত-দাদ্‌রা ও কাহার্‌বা)। পৃষ্ঠা: ৭৭৫]
     
  • রেকর্ড:
  • স্বরলিপিকার ও স্বরলিপি:
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: ধর্মসঙ্গীত [সনাতন ধর্ম, বৈষ্ণব] নাট্যগীতি, মীরাবাঈ
      • সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্য

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।