আমার হৃদয় মন্দিরে ঘুমায় গিরিধারী (amar hridoy mondire ghumay giridhari)
আমার হৃদয় মন্দিরে ঘুমায় গিরিধারী।
জাগে আমার জাগ্রত প্রেম দুয়ারে তার দ্বারী॥
কানু আমার বুকে ঘুমায় —
ভক্তি জেগে চামর ঝুলায়,
শিয়রে দীপ আমার আঁখি, প্রীতি দাসী তারি॥
চোরের মত মোর গুরুজন ঘুরুক কাছে কাছে —
আমি তাদের ভয় করিনে, (আমার) প্রেম যে জেগে আছে।
আধেক রাতে নিরালাতে
জাগবে হরি, ধরবে হাতে,
ওগো ধ্যান করে গো সেই আশাতে এ প্রাণ রাধা-প্যারী॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৫ খ্রিষ্টাব্দের জুলাই (আষাঢ়-শ্রাবণ ১৩৪২) মাসে, এইচএমভি রেকর্ড কোম্পানি গানটির প্রথম রেকর্ড প্রকাশ করেছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৬ বৎসর ১ মাস।
- গ্রন্থ:
- নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ৬৬৬। তাল: দাদরা। পৃষ্ঠা: ২০২]
- নজরুলের হারানো গানের খাতা [নজরুল ইনস্টিটিউট, ঢাকা। আষাঢ় ১৪০৪/জুন ১৯৯৭। গান সংখ্যা ১২৩। for Dhiren Das (HMV)। পৃষ্ঠা: ১৫০।
- রেকর্ড: এইচএমভি [জুলাই ১৯৩৫ (আষাঢ়-শ্রাবণ ১৩৪২)]। এন ৭৩৮৯। শিল্পী: ধীরেন দাস [শ্রবণ নমুনা]
- স্বরলিপি ও স্বরলিপিকার: নজরুল -সংগীত স্বরলিপি (৩৯তম ) নজরুল ইন্সটিটিউট। ঢাকা। জ্যৈষ্ঠ ১৪২৩/জুন ২০১৬। গান সংখ্যা ১৭। পৃষ্ঠা: ৮২-৮৫ [নমুনা]
- পর্যায়: ভক্তি [সনাতন হিন্দু ধর্ম, বৈষ্ণব।]
- সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্যের সুর
- তাল: দাদরা
- গ্রহস্বর: রস