আমারে ভুলেছ বলে (amare bhulecho bole)
আমারে ভুলেছ বলে করিনি ত’ অভিমান,
তোমার ক্ষণিক প্রেম আমারে দিয়েছে মান।
তব প্রেম-ছবি আঁকি
মরমে দিয়েছি রাখি,
তেমনি উজল সে যে আজো হয়নি ম্লান॥
আজো কণ্ঠে মম তোমার গানের মালা,
সুরের পরশে মোর ভুলায় বিরহ-জ্বালা।
তোমার অমর স্মৃতি, ধেয়ানে পূজি গো নিতি;
নীরবে নয়ন-নীরে যতনে করায় ম্লান॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না।
- গ্রন্থ: নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০১৮। গান ৩০৫২]