আমারে সকল ক্ষুদ্রতা হ’তে বাঁচাও প্রভু উদার (amare sokol khudrota hote bachao prabhu)

        আমারে সকল ক্ষুদ্রতা হ’তে বাঁচাও প্রভু উদার!
        হে প্রভু, শেখাও নীচতার চেয়ে নীচ পাপ নাহি আর॥
                    যদি শতেক জন্ম-পাপে হই পাপী
                    যুগ-যুগান্ত নরকেও যাপি,
        জানি জানি প্রভু, তারও আছে ক্ষমা, ক্ষমা নাই নীচতার॥
        ক্ষুদ্র করো না, হে প্রভু, আমার হৃদয়ের পরিসর,
যেন   হৃদয়ে আমার সম ঠাঁই পায় শত্রু-মিত্র-পর।
                    নিন্দা না করি ঈর্ষায় কারো
                    অন্যের সুখে সুখ পাই আরো,
        কাঁদি তা’রি তরে অশেষ দুঃখী ক্ষুদ্র আত্মা যার॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৪১ খ্রিষ্টাব্দের অক্টোবর  (আশ্বিন-কার্তিক ১৩৪৮) মাসে জাগরণ পত্রিকায় গানটি প্রথম প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৪২ বৎসর ৪ মাস।
  • পত্রিকা: জাগরণ, অক্টোবর ১৯৪১ (আশ্বিন-কার্তিক ১৩৪৮)
     
  • গ্রন্থ: নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্‌ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০১৮। গান ১০৯২]

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।