আমি অলস উদাস আন্মনা (ami olos udash anmona)
আমি অলস উদাস আন্মনা।
আমি সাঁঝ-আকাশে শান্ত নিথর রঙিন্ মেঘের আল্পনা॥
অলস যেমন বনের ছায়া
নীড়ের পাখি শ্রান্ত-কায়া,
যেমন অলস তৃণের মুখে ভোরের শিশির হিম-কণা॥
নদীর তীরে অলস রাখাল এক্লা ব’সে রয় যেমন,
তেম্নি অলস উদাস আমি রই ব’সে রই অকারণ।
যেমন অলস দীঘির জলে
থির হ’য়ে রয় কমল-দলে,
নিতল ঘুমে স্বপন সম অলস আমি কল্পনা॥
- রচনাকাল ও স্থান:গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। বুলবুল পত্রিকার পৌষ-চৈত্র ১৩৪০ (ডিসেম্বর ১৯৩৩- এপ্রিল ১৯৩৪ খ্রিষ্টাব্দ) সংখ্যায় গানটি প্রথম প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ৩৪ বৎসর ছিল ৭-৯ মাস।
- পত্রিকা: বুলবুল [পৌষ-চৈত্র ১৩৪০ (ডিসেম্বর ১৯৩৩- এপ্রিল ১৯৩৪ খ্রিষ্টাব্দ)]
- গ্রন্থ:
- গানের মালা।
- প্রথম সংস্করণ [আশ্বিন ১৩৪১ বঙ্গাব্দ (সেপ্টেম্বর-অক্টোবর ১৯৩৪ খ্রিষ্টাব্দ)। ৩২। মিশ্র মালবশ্রী-দাদরা।
- নজরুল রচনাবলী ষষ্ঠ খণ্ড [জ্যৈষ্ঠ ১৪১৯, জুন ২০১২। গানের মালা। ৩২। মিশ্র মালবশ্রী-দাদরা। পৃষ্ঠা ২১১-২১২]
- নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ১০৯৪]
- গানের মালা।
- বেতার: একক শিল্পীর গানের অনুষ্ঠান। শিল্পী: পারুল সেন। কলকাতা বেতারকেন্দ্র। ১৫ অক্টোবর, ১৯৩৯ খ্রিষ্টাব্দ। (রবিবার, ২৮ আশ্বিন ১৩৪৬)। সান্ধ্য অনুষ্ঠান। রাত্রি ৯.৩০-৯.৪৪। উল্লেখ্য, এই অনুষ্ঠানে পারুল সেন নজরুলের রচিত আরও একটি গান পরিবেশন করেছিলেন। গানটি হলো- 'আমি গিরিধারী সাথে মিলিতে যাইব [তথ্য]
[সূত্র:- বেতার জগৎ। ১০ম বর্ষ, ১৯শ সংখ্যা, ১ অক্টোবর ১৯৩৯। পৃষ্ঠা: ৭৫৯।
- The Indian listener. Vol. IV No 19. Page: 1407]