আমি আছি ব'লে দুখ পাও তুমি আমি যাব চ'লে (ami achi bole dukh pao tumi ami jabo chole)

আমি আছি ব'লে দুখ পাও তুমি আমি যাব চ'লে
এবার ঘুমাও প্রদীপের কাজ শেষ হয়ে গেছে জ্ব'লে॥               
        আর আসিবে না কোন অশান্তি
        আর আসিবে না ভয়ের ভ্রান্তি
আর ভাঙিব না ঘুম নিশীথে গো 'জাগো প্রিয়া জাগো' ব'লে॥
হয়তো আবার সুদূর শূন্য আকাশে বাজিবে বাঁশি,
গোপী-চন্দন গন্ধ আসিবে বাতায়ন পথে ভাসি'।

               চম্পার ডালে বিরহী পাপিয়া   
               'পিয়া পিয়া' ব'লে উঠিবে ডাকিয়া
বৃন্দাবন কি ভাসিবে(আবার) সেদিন রোদন-যমুনা জলে ॥   
                                    

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৫০ খ্রিষ্টাব্দের ডিসেম্বর (অগ্রহায়ণ-পৌষ ১৩৫৭) মাসে, কলম্বিয়া রেকর্ড কোম্পানি থেকে গানটির প্রথম রেকর্ড প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৫১ বৎসর ছিল ৭ মাস।
     
  • গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ১১২]
  • রেক্ড: কলম্বিয়া [ডিসেম্বর ১৯৫০ (অগ্রহায়ণ-পৌষ ১৩৫৭)] জিই ৭৮২৪। শিল্পী ধনঞ্জয় ভট্টাচার্য। সুর দুর্গা সেন 

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।