আমি আল্লার ডাকে ছুটে যাই যবে (ami allar dake chute jai jobe)

    দ্বৈত সঙ্গীত

পুরুষ  :  আমি আল্লার ডাকে ছুটে যাই যবে
           তুমি মোনাজাত কর গো নীরবে,
স্ত্রী     :  তুমি যে খোদার দেওয়া সওগাত মম বেহেশ্‌তের সাথি॥
পুরুষ  :  তুমি হেরেমের বন্দিনী নহ তুমি যে ঘরের বাতি।
স্ত্রী     :  তুমি যে ঈদের চাঁদ! তব তরে জাগিয়া কাটাই রাতি॥
পুরুষ  :  তুমি নারী আগে আনিলে ঈমান দ্বীন ইসলাম ’পরে,
স্ত্রী     :  তুমি যে বিজয়ী খোদার রহম আনিয়াছ জয় ক’রে!
পুরুষ  :  আজি দুর্বল মোরা তোমারে ত্যজিয়া
স্ত্রী     :  দাঁড়াইব পাশে উঠহ জাগিয়া,
উভয়ে :  হাতে হাত ধরি’ চলি যদি মোরা জাগিবে নূতন জাতি ─
                                     দুনিয়া আবার উঠিবে মাতি’॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৪০ খ্রিষ্টাব্দের সেপ্টেম্বর  (ভাদ্র-আশ্বিন ১৩৪৭) মাসে, টুইন রেকর্ড কোম্পানি থেকে এই গানটির প্রথম রেকর্ডে প্রকাশিত হয়েছিল। সময় নজরুল ইসলামের বয়স ছিল ৪১ বৎসর ৩ মাস।
     
  • গ্রন্থ:
    • নজরুল-সঙ্গীত সংগ্রহ (নজরুল ইন্সটিটিউট, মাঘ ১৪১৭, ফেব্রুয়ারি ২০১১) নামক গ্রন্থের ১০৯৬ সংখ্যক গান। পৃষ্ঠা: ৩৩৫।
  • রেকর্ড:
    • টুইন [সেপ্টেম্বর ১৯৪০ খ্রিষ্টাব্দ (ভাদ্র-আশ্বিন ১৩৪৭)]। এফটি ১৩৪৩৫। শিল্পী: তরুণ মুসলিম সমিতি

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।