আমি আল্লার ফকির, করি জিকির, কাঁকসাতে হয় মোর মোকাম। (ami allar phokir, kori jikir,kaksate hoy mor mokam)
আমি আল্লার ফকির, করি জিকির, কাঁকসাতে হয় মোর মোকাম।
আমি, আল্লা, আল্লা, জপি মালা, জপি সদা আল্লার নাম॥
খোদার ভরসায় থাকি,
মসজিদে নামাজে ডাকি,
খোদাকে মোর বুকে রাখী, না ভুলি ভাই খোদার নাম॥
বেড়াই ভাই খোদার পথে,
যাব মক্কা মদিনাতে,
দিল ভরা মোর খোদার নাতে, খোদা ভাই আরশের মোকাম॥
- রচনাকাল: ১৯১০-১৯১২ খ্রিষ্টাব্দ (১৩১৭-১৩১৯ বঙ্গাব্দ)। বরধ্মান জেলার চুরুলিয়া গ্রামে, নজরুলের ১১ থেকে ১৩ বৎসর বয়সের রচনা।
- গ্রন্থ:
- দুখুমিয়ার লেটো গান। 'কুলসুম' পালা। প্রথম দৃশ্য। পঞ্চম দৃশ্যান্তর। প্রথম গান। ফকিরের গান সংকলক ও সম্পাদক: মুহম্মদ আয়ুব হোসেন। বিশ্বকোষ পরিষদ। নজরুল ফাউন্ডেশন। ১৯ অগ্রহায়ণ ১৪১০, ৬ ডিসেম্বর ২০০৩। পৃষ্ঠা: ২১৪।
- নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০০৩। লেটোগান। গান সংখ্যা ২৭৭৭]
- বিষয়াঙ্গ: লোককাহিনি অবলম্বনে রচিত 'কুলসুম' পালার ষষ্ঠ গান। ভণিতা নাই।