আমি উদাসীন আমি ভুলেছি সবায় (ami udashin ami bhulechi sobay)

আমি উদাসীন আমি ভুলেছি সবায়।
(হায়) ডেকো না আমায় আর প্রাণের সভায়॥
কভু ছিলাম সাগর
আজি মরু বালুচর,
ওগো তৃষ্ণা-কাতর! জল চেয়ো না হেথায়॥
কভু শ্যামল ছিল এ ধূসর প্রান্তর,
মোর প্রাণে ছিল প্রেম, ধ্যানে চির-সুন্দর।
আজ হারায়েছি সব
তাই লুকায়ে নীরব,
শুনি দূর কলরব আর কাঁদি বেদনায়॥

  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। গানটি পাওয়া যায় নজরুলের হারানো গানের খাতায় সংগৃহীত পাণ্ডুলিপিতে। উল্লেখ্য ১৯৫২ খ্রিষ্টাব্দের প্রথম থেকে নজরুল পুরোপুরি নির্বাক ও স্থবির হয়ে গিয়েছিলেন। তাই সাধারণভাবে গানটির রচনাকাল হিসেবে উল্লেখ করা হলো- ৫২ বৎসর বয়সের পূর্বে রচিত।
     
  • গ্রন্থ:
    • নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ২৫২৯।
      পৃষ্ঠা: ৭৭৯]
    • নজরুলের হারানো গানের খাতা [নজরুল ইনস্টিটিউট, ঢাকা। আষাঢ় ১৪০৪/জুন ১৯৯৭। গান সংখ্যা ৯৬। for Bina Chatarji লিখে কেটে দেওয়া হয়েছে। পৃষ্ঠা: ১২৩।]

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।