আমি কালী নামের ফুলের ডালি এনেছি গো মাথায় ক’রে (ami kali namer phuler dali enechi go mathay kore)

আমি  কালী নামের ফুলের ডালি এনেছি গো মাথায় ক’রে।
        দুখের সাগর পার হয়ে যায় এ ফুল যে বুকে ধ’রে॥
          (এই)  প্রসাদী ফুল দিবস-যামী
                  ফিরি ক’রে ফিরি আমি,
(এই)  ফুল নিলে তার ভুলের আড়াল চিরতরে যায় গো স’রে॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে জানা যায় না।
  • গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ (নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২)। ১০৯৭ সংখ্যক গান।

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।