আমি কালি যদি পেতাম কালী রইত না এ মনের কালি (ami kali jodi petam kali roito na e moner kali)


আমি      কালি যদি পেতাম কালী রইত না এ মনের কালি।
মোর      সাদা মনের পদ্মপাতায় লিখ্‌তাম তোর শ্রীনাম খালি॥
               (মা)   কালী পেলে সকল কালো
                       এক নিমিষে হ’ত আলো,
(মা)       কালো পাতার কোলে যেমন ফুটে থাকে ফুলের ডালি॥
(তোর)    কালো রূপের নীল যমুনা বইত যদি মনের মাঝে,
(শ্যামা!)  দেখ্‌তে পেত এই ত্রিভুবন, কোথায় শ্যামের বেণু বাজে।
            তোর কালো রূপের কৃষ্ণ আকাশ পেলে,
(আমি)    ময়ূর হয়ে নাচতাম মা তারার পেখম মেলে।
            দুঃখে কালো কপালে মোর হাস্‌ত শিশু-চাঁদের ফালি॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে জানা যায় না।
  • গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ (নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২)। ১০৯৮ সংখ্যক গান।

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।