আমি কুন্তী, ভোজ কন্যা ছিনু ভোজপুরে। (ami kunti, bhoj konna chhinu bhojpure)

আমি কুন্তী, ভোজ কন্যা ছিনু ভোজপুরে।
রূপসী কুমারী আমি থাকি সমাদরে॥
        মুনিবর দুর্বাসা
        মুখে সদা দুর্ভাষা।
ভোজ গৃহে আসিলেন একদা দুপুরে॥
        পিতা মোর তাঁর তরে,
        সেবিতে আদেশ করে,
সেবিলাম শ্রদ্ধা ভরে, মহা মুনিবরে॥
        মুনি মোরে মন্ত্র দিল,
        দেবাহবান শিখাইল,
শিখিলাম সেই মন্ত্র অন্তরে অন্তরে॥
        প্রভাতে প্রাসাদ পরে,
        দেখিলাম ভাস্করে,
উদিছে সে ধীরে ধীরে, গগন কিনারে॥
        কুমারী সুলভ মনে,
        আহবিনু মনে মনে,
দিবাকর সেইক্ষণে, পশিল সে ঘরে॥
 (বলে) আমি দেব দিবাকর
         পুরাও বাসনা মোর,
মহাবীর পুত্র আসিবে তোমার উদরে॥
        দিবাকর মোর সনে
        বাসনা ও চুম্বনে,
গভীর আলিঙ্গনে, রহিল সে ঘরে॥
        আসিলি উদরে মোর,
        পূর্ণ দিনক্ষণ পর,
প্রসবিনু তোরে আমি ভোজরাজ পুরে॥
        মাটির পাত্র পরে,
        ভাসাইনু নদী নীরে।
পাত্র যায় ভেসে কাঁদিতে কাঁদিতে আমি ছুটি তীরে তীরে॥
        দেখি সূত অধিরথ,
        নদী বুকে স্নানরত,
পাত্র ধরে শিশু ক্রোড়ে, চলে হর্ষ ভরে॥
        বিষণ্ণ মনেতে ফিরি,
        নিশিদিন ভেবে মরি,
প্রথম পার্থ মোর, গেল সূত ঘরে॥

  • রচনাকাল: ১৯১০-১৯১২ খ্রিষ্টাব্দ (১৩১৭-১৩১৯ বঙ্গাব্দ)। বরধ্মান জেলার চুরুলিয়া গ্রামে, নজরুলের ১১ থেকে ১৩ বৎসর বয়সের রচনা।
  • গ্রন্থ:
    • দুখুমিয়ার লেটো গান। চাপান সং। কর্ণবধ। প্রথম দৃশ্য। সপ্তম গান। কুন্তীর গান।  সংকলক ও সম্পাদক: মুহম্মদ আয়ুব হোসেন। বিশ্বকোষ পরিষদ। নজরুল ফাউন্ডেশন। ১৯ অগ্রহায়ণ ১৪১০, ৬ ডিসেম্বর ২০০৩। পৃষ্ঠা: ১৬৭-১৬৮।
    • নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্‌ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০০৩। লেটোগান। গান সংখ্যা ২৭২২]
       
  • বিষয়াঙ্গ: মহাভারতের কাহিনি অবলম্বনে রচিত 'কর্ণবধ' পালার চাপান সং'-এর সপ্তম গান। ভণিতা নাই।

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।