আমি কূল ছেড়ে চলিলাম ভেসে বলিস্ ননদীরে সই, বলিস্ ননদীরে। (ami kul chhere cholilam bheshe)

    তাল: কাহারবা

আমি    কূল ছেড়ে চলিলাম ভেসে বলিস্ ননদীরে সই, বলিস্ ননদীরে।
          শ্রীকৃষ্ণ নামের তরণীতে প্রেম-যমুনার তীরে বলিস্ ননদীরে
                                                            সই, বলিস্ ননদীরে॥
          সংসারে মোর মন ছিল না, তবু মানের দায়ে
আমি
    ঘর করেছি সংসারেরি শিকল বেঁধে পায়ে
          শিক্‌লি-কাটা পাখি কি আর পিঞ্জরে সই ফিরে॥
          বলিস্ গিয়ে কৃষ্ণ নামের কলসি বেঁধে গলে
          ডুবেছে রাই কলঙ্কিনী কালিদহের জলে।
          কলঙ্কেরই পাল তুলে সই, চল্‌লেম অকূল-পানে
          নদী কি সই, থাকতে পারে সাগর যখন টানে।
          রেখে গেলাম এই গোকুলে কুলের বৌ-ঝিরে॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে জানা যায় না। ১৯৩৭ খ্রিষ্টাব্দের অক্টোবর (আশ্বিন-কার্তিক ১৩৪৯) মাসে এইচএমভি রেকর্ড কোম্পানি থেকে গানটির প্রথম রেকর্ড প্রকাশিত হয়েছিল। সেই সময় নজরুল ইসলামের বয়স ছিল ৩৮ বৎসর।
     
  • রেকর্ড: এইচএমভি [অক্টোবর ১৯৪২ (আশ্বিন-কার্তিক ১৩৪৯) । রেকর্ড নম্বর এন ৯৯৬৩। শিল্পী: মৃণালকান্তি ঘোষ। সুর:  গিরীন চক্রবর্তী। [শ্রবণ নমুনা]
     
  • স্বরলিপি ও স্বরলিপিকার: সুধীন দাশ ও ব্রহ্মমোহন ঠাকুর। [নজরুল-সঙ্গীত স্বরলিপি, একাদশ খণ্ড (নজরুল ইনস্টিটিউট জুন ১৯৯৭)] দ্বিতীয় গান [নমুনা]
  • সুরকার: গিরীন চক্রবর্তী।
  • পর্যায়:


 

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।