আমি কেমন ক’রে কোথায় পাব কৃষ্ণ চাঁদের দেখা (ami kemon kore kothae pabo)

আমি   কেমন ক’রে কোথায় পাব কৃষ্ণ চাঁদের দেখা।
        অন্ধকারে খুঁজি তাঁহার ব্রজের পথ-রেখা॥
                মেঘে ঢাকা আকাশ সম
                পাপে  মলিন হৃদয় মম
        সে-আকাশে উঠবে কি সে কৃষ্ণ-শশী-লেখা॥
                অশান্ত তার বেণু বাজে
                আমার ব্যাকুল বুকের মাঝে,
        (আমি) শুনেছি, সে ডাকে তা’রেই যে বিরহী একা॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে জানা যায় না। ১৯৩৭ খ্রিষ্টাব্দের ডিসেম্বর (অগ্রহায়ণ-পৌষ ১৩৪৪) এইচএমভি রেকর্ড কোম্পানি  'বিল্বমঙ্গল' একটি রেকর্ড নাটক প্রকাশ করেছিল। এই নাটকে গানটি প্রথম অন্তর্ভুক্ত হয়ে প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুল ইসলামের বয়স ছিল ৩৮ বৎসর  ৬ মাস।
     
  • গ্রন্থ:  নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্‌ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০১৮। গান ১১০০]
  • রেকর্ড: এইচএমভি [ডিসেম্বর ১৯৩৭ (অগ্রহায়ণ-পৌষ ১৩৪৪)।  এন ৯৯৮০। রেকর্ড নাটক (বিল্বমঙ্গল)। নাট্যকার: গিরিশচন্দ্র ঘোষ। চরিত্র: বিল্বমঙ্গল। শিল্পী: মৃণালকান্তি ঘোষ। সুর: নজরুল ইসলাম]

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।