আমি মুসলিম যুবা(ami muslim juba)

 

পুরুষ   :   (আমি) মুস্‌লিম যুবা, মোর হাতে বাঁধা আলির জুল্‌ফিকার।
স্ত্রী      :   (আমি) মুস্‌লিম নারী জ্বালিয়া চেরাগ ঘুচাই অন্ধকার॥
পুরুষ   :   ধরিয়া রাখিতে দীনের নিশান
             আনন্দে করি জান কোরবান,
স্ত্রী      :   কত ছেলে মোর শহীদ হয়েছে মরুতে কারাবালার।
                                     আমি নন্দিনী মা ফাতেমার॥
পুরুষ   :   য়ুরোপ-এশিয়া-আফ্রিকা জুড়ে ছড়ানু খোদার বাণী,
স্ত্রী      :   মোর একা গৃহ-মক্কাতে আমি আনি জম্‌জম্ পানি।
পুরুষ   :   (আমি) জিনিব পৃথিবী আছে মোর আশা
স্ত্রী      :   (আমি) প্রাণে দেই তেজ, বুকে ভালোবাসা,
পুরুষ   :   আমি মুসলিম যুবা
স্ত্রী      :   আমি মুসলিম নারী,
উভয়ে  :   দুইধারী তলোয়ার॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৪০ খ্রিষ্টাব্দের সেপ্টেম্বর  (ভাদ্র-আশ্বিন ১৩৪৭) মাসে, টুইন রেকর্ড কোম্পানি থেকে এই গানটির প্রথম রেকর্ডে প্রকাশিত হয়েছিল। সময় নজরুল ইসলামের বয়স ছিল ৪১ বৎসর ৩ মাস।
     
  • গ্রন্থ:
    • নজরুল-সঙ্গীত সংগ্রহ (নজরুল ইন্সটিটিউট, মাঘ ১৪১৭, ফেব্রুয়ারি ২০১১) নামক গ্রন্থের ১১০৮ সংখ্যক গান। পৃষ্ঠা: ৩৩৮।
  • রেকর্ড:
    • টুইন [সেপ্টেম্বর ১৯৪০ খ্রিষ্টাব্দ (ভাদ্র-আশ্বিন ১৩৪৭)]। এফটি ১৩৪৩৫। শিল্পী: তরুণ মুসলিম সমিতি

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।