আমি গিরিধারী মন্দিরে নাচিব (ami giridhari mondire nachibo)

আমি গিরিধারী মন্দিরে নাচিব,
                            আমি নাচিব প্রেম যাচিব॥
নেচে নেচে রস শেখরে মোহিব
মধুর প্রেম তার যাচিব (আমি)
প্রেম-প্রীতির বাঁধিব নূপুর রূপের বসনে সাজিব (আমি)॥
মানিব না লোক-লাজ কুলের ভয় আনন্দ রাসে মাতিব।
শ্যামের বেদীতে বিরাজিব বামে হরিরে মীরার রঙে রাঙিব (আমি)॥

  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৪০ খ্রিষ্টাব্দের ৩০ সেপ্টেম্বর, ১৯৪০ (সোমবার ১৪ আশ্বিন ১৩৪৭) কলকাতা বেতার কেন্দ্র থেকে গিরিধারী শ্রীকৃষ্ণ (গীতি-আলেখ্য) সম্প্রচারিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৪১ বৎসর ৫ মাস
     
  •  রেকর্ড: এইচএমভি। জুলাই ১৯৪০ (আষাঢ়- শ্রাবণ ১৩৪৭)। এন ১৭৪৮৫। শিল্পী: পদ্মরাণী চট্টোপাধ্যায়
  • বেতার:
    • গিরিধারী শ্রীকৃষ্ণ (গীতি-আলেখ্য)। কলকাতা বেতারকেন্দ্র। ৩০ সেপ্টেম্বর, ১৯৪০ (সোমবার ১৪ আশ্বিন ১৩৪৭)। সান্ধ্য অনুষ্ঠান। ৬.৪৫-৭.২৪।     

       সূত্র:

      • বেতার জগৎ। ১১শ বর্ষ, ১৮শ সংখ্যা।  ১৬ সেপ্টেম্বর ১৯৪০। পৃষ্ঠা: ১০০৬
      • The Indian-listener 1940, Vol V, No 18. page 1437]
  • স্বরলিপি ও স্বরলিপিকার:
  • সুরকার: কমল দাশগুপ্ত
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: ভক্তি (হিন্দুধর্ম, বৈষ্ণব)
    • সুরাঙ্গ: ভজন

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।