আমি গিরিধারী সাথে মিলিতে যাইব (ami giridhari sathe milite jaibo)

আমি  গিরিধারী সাথে মিলিতে যাইব, সুন্দর সাজে মোরে সাজায়ে দে।
        লাখ যুগের পরে শুভদিন এলো, মেহেদি রঙে হাত রাঙায়ে দে॥
        চন্দন টিপ, গলে মালতীর মালা, নয়নে কাজল পরায়ে দে,
        অধর রাঙায়ে দে তাম্বুল রাগে, চরণে আল্‌তা মাখায়ে দে॥
        প্রেম নীল শাড়ি প্রীতির আঙিনা, অনুরাগ ভূষণে বধু সাজিয়া
        হৃদয়-বাসরে মিলিব দোঁহে — কুসুমের শেজ সখি বিছায়ে দে॥

  • পাঠভেদ:
    • প্রেম নীল শাড়ি প্রীতির আঙিনা, অনুরাগ ভূষণে বধু সাজিয়া

        নীলিমা দাস। [নজরুল সঙ্গীত স্বরলিপি, ঊনত্রিশতম খণ্ড]
        সুধীন দাশ। [নজরুল সুরলিপি, দ্বিতীয় খণ্ড]
        নজরুল-সংগীত সংগ্রহ। সম্পাদনা: রশিদুন্ নবী। কবি নজরুল ইনস্টিটউট। গান সংখ্যা ৫২৮।

  • প্রেম নীল শাড়ি প্রীতির আঙিয়া, অনুরাগ ভূষণে বধু সাজিয়া
    এইচএমভি। জুলাই ১৯৪০ (আষাঢ়- শ্রাবণ ১৩৪৭)। এন ১৭৪৮৫। শিল্পী: পদ্মরাণী চট্টোপাধ্যায় [শ্রবণ নমুনা]
  • ভাবসন্ধান: বহু প্রতীক্ষার শেষে কৃষ্ণের সাথে রাধার অভিসারের সময় এসেছে। রাধার কাছে মনে হয়েছে,  লাখ যুগের পরে এসেছে এই শুভদিন। তাই রাধা তাঁর সখিদের বাসর-সাজে সাজিয়ে দেওয়ার জন্য বলেছেন। এই সাজে তাঁর হাত থাকবে মেহেদি রঙে রঞ্জিত, থাকবে কপালে চন্দন টিপ, গলায় মালতী ফুলের গাঁথা মালা আর নয়নে থাকবে মনোহরা কাজল।

    তাঁর ওষ্ঠাধর রঞ্জিত হবে তাম্বুলের (পান)  রঙে। সখিদের বলছেন- তাঁর পায়ে আলতায় রঞ্জিত করতে। প্রেমের নীলাম্বরী শাড়ি থাকবে তাঁর অঙ্গ ঘিরে, থাকবে প্রণয়-প্রীতির আঙিয়া (কাঁচুলি সদৃশ পরিধেয়)। প্রেমের অনুরাগে বধু বেশে, হৃদয়-বাসরে দুজনে মিলিত হবেন। তাই সখিদের কাছে রাধার আনুরোধ, যেন তাঁর কুসুম শয্যা রচনা করেন তাঁদের মিলন বাসরে।

     
  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৯ খ্রিষ্টাব্দের ১৫ অক্টোবর (রবিবার, ২৮ আশ্বিন ১৩৪৬), রাত্রি ৯.৩০টায় কলকাতা বেতারকেন্দ্রে গানটি পরিবেশন করেছিলেন পারুল সেন। এই সময় নজরুলের বয়স ছিল - ৪০ বৎসর ৪ মাস।
     
  • বেতার:
    • একক শিল্পীর গানের অনুষ্ঠান। শিল্পী: পারুল সেন। ১৯৩৯ খ্রিষ্টাব্দের ১৫ অক্টোবর (রবিবার, ২৮ আশ্বিন ১৩৪৬)। রাত্রি- ৯.৩০। ভজন।  

        সূত্র:

      • বেতার জগৎ। ১০ম বর্ষ, ১৯শ সংখ্যা, ১ অক্টোবর ১৯৩৯। পৃষ্ঠা: ৭৫৯।
      • The Indian-listener 1939, Vol IV, No 19. page 1407]
         
    • গিরিধারী শ্রীকৃষ্ণ (গীতি-আলেখ্য)। কলকাতা বেতারকেন্দ্র। ৩০ সেপ্টেম্বর, ১৯৪০ (সোমবার ১৪ আশ্বিন ১৩৪৭)। সান্ধ্য অনুষ্ঠান। ৬.৪৫-৭.২৪।     
      • সূত্র
        • বেতার জগৎ। ১১শ বর্ষ, ১৮শ সংখ্যা।  ১৬ সেপ্টেম্বর ১৯৪০। পৃষ্ঠা: ১০০৬
        • The Indian-listener 1940, Vol V, No 18. page 1437]

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।