আমি চাঁদ নহি, চাঁদ নহি অভিশাপ (ami chad nohi, chad nohi obhishap)

    তাল: দাদরা
আমি চাঁদ নহি, চাঁদ নহি অভিশাপ
শূন্য হৃদয়ে আজো নিরাশায় আকাশে করি বিলাপ॥
শত জনমের অপূর্ণ সাধ ল’য়ে
আমি গগনে কাঁদি গো ভুবনের চাঁদ হয়ে
জোছনা হইয়া ঝরে গো আমার অশ্রু বিরহ-তাপ॥
কলঙ্ক হয়ে বুকে দোলে মোর তোমার স্মৃতির ছায়া
এত জোছনায় ঢাকিতে পারিনি তোমার মধুর মায়া।
কোন্ সে সাগর মন্থন শেষে মোরে
জড়াইয়া যেন উঠেছিলে প্রেমভোরে
হায় তুমি গেছ চ’লে বুকে তবু দোলে তব অঙ্গের ছাপ॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৪১ খ্রিষ্টাব্দের ডিসেম্বর মাসে (অগ্রহায়ণ-পৌষ ১৩৪৮) এচএমভি রেকর্ড কোম্পানি এই গানটির প্রথম রেকর্ড প্রকাশ করেছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৪২ বৎসর ৬ মাস।
     
  • রেকর্ড: এইচএমভি। ডিসেম্বর ১৯৪১ (অগ্রহায়ণ-পৌষ ১৩৪৮) এন ২৭২২৭। সুরকার ও শিল্পী: কমল দাশগুপ্ত।[শ্রবণ নমুনা]
  • স্বরলিপিকার ও স্বরলিপি: নজরুল সঙ্গীত স্বরলিপি (চতুর্থ খণ্ড)। দ্বিতীয় মুদ্রণ [কবি নজরুল ইন্সটিটিউট। অগ্রহায়ণ ১৪০২। নভেম্বর ১৯৯৫। তৃতীয় গান। পৃষ্ঠা-৩৯-৪২] [নমুনা]
  • সুরকার: কমল দাশগুপ্ত
  • পর্যায়: প্রকৃতি
    • সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্য
    • তাল: দাদরা
    • গ্রহস্বর: সা

 

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।