যারে হাত দিয়ে মালা দিতে পার নাই (jare hat diye mala dite paro nai)

যারে হাত দিয়ে মালা দিতে পার নাই কেন মনে রাখ তা’রে।
ভুলে যাও মোরে ভুলে যাও একেবারে॥
আমি গান গাহি আপনার দুখে
তুমি কেন আসি’ দাঁড়াও সমুখে,
আলেয়ার মত ডাকিও না আর নিশীথ-অন্ধকারে॥
দয়া কর, মোরে দয়া কর, আর আমারে লইয়া খেলো না নিঠুর খেলা,
শত কাঁদিলেও ফিরিবে না প্রিয় শুভ লগনের বেলা।
আমি ফিরি পথে, তাহে কার ক্ষতি
তব চোখে কেন সজল মিনতি,
আমি কি ভুলেও কোনোদিন এসে’ দাঁড়ায়েছি তব দ্বারে॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৯ খ্রিষ্টাব্দের জুলাই (আষাঢ়-শ্রাবণ ১৩৪৬) মাসে, এইচএমভি প্রথম এই গানটির একটি রেকর্ড প্রকাশ করেছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৪০ বৎসর ১ মাস।
     
  • পাণ্ডুলিপি: অতনুর দেশ গীতি-আলেখ্যের পাণ্ডুলিপি
  • রেকর্ড:
    • এইচএমভি। [জুলাই ১৯৩৯ (আষাঢ়-শ্রাবণ ১৩৪৬)। এন ১৭৩২০। শিল্পী: সন্তোষ সেনগুপ্ত। সুর নজরুল] রেকর্ড বুলেটিনে [জুলাই ১৩৩৯] রেকর্ড নম্বর ভুলক্রম 'এন ১৭৮২০' ছাপা হয়েছিল। এই রেকর্ডের অপর পৃষ্ঠায় ছাপা হয়েছিল- নীহারবিন্দু সেনগুপ্তের রচিত গান - 'তোমার সাথে হ‌'ল আমার এই যে পরিচয়'। সুর করেছিলেন শৈলেশ দত্তগুপ্ত। শিল্পী ছিলেন সন্তোষ সেনগুপ্ত। [রেকর্ড বুলেটিন জুলাই ১৯৩৯। পৃষ্ঠা ১৯] [শ্রবণ নমুনা]
  • বেতার: অতনুর দেশ।  গীতিচিত্র। কলকাতা বেতারকেন্দ্র।  ৮ জুন ১৯৪০ খ্রিষ্টাব্দ (শনিবার, ২৫ জ্যৈষ্ঠ ১৩৪৭), কলকাতা বেতার কেন্দ্রে সান্ধ্য অধিবেশন। সময় সন্ধ্যা ৭.০০-৭.৪৪টা।
        [সূত্র: বেতার জগত। ১১শ বর্ষ, ১১শ সংখ্যা [শনিবার, ১ জুন, ১৯৪০। ১৮ জ্যৈষ্ঠ ১৩৪৭] পৃষ্ঠা: ৫৯৫]

     
  • গ্রন্থ: 
    • অতনুর দেশ। নজরুল-রচনাবলী─অষ্টম খণ্ড [নজরুল জন্মশতবর্ষ সংস্করণ। বাংলা একাডেমী, ১২ই ভাদ্র ১৪১৪। ২৭শে আগস্ট, ২০০৭। গান। পৃষ্ঠা ১৭৮]
    • নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ১৭১০]
  • সুরকার: নজরুল ইসলাম
  • স্বরলিপি ও স্বরলিপিকার:
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: প্রেম
    • সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্যের সুর

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।