অন্ধকারে এসে তুমি অন্ধকারে গেছ চ'লে (ondhokare eshe tumi ondhokare gechho chole)

অন্ধকারে এসে তুমি অন্ধকারে গেছ চ'লে।
তোমার পায়ের রেখা জাগে শূন্য গৃহের অঙ্গন-তলে

           কেন আমায় জাগালে না
           আঘাতে ঘুম ভাঙালে না,
দ'লে কেন গেলে না গো যাবার বেলা চরণ-তলে

কৃষ্ণা তিথির চাঁদের মত এসেছিলে গভীর রাতে,
আলোর পরশ বুলিয়ে দিলে ঘুমন্ত মোর নয়ন-পাতে;
           তাই রজনীগন্ধা সুখে
           চেয়ে আছে ঊর্ধ্ব মুখে,
ফুলগুলিরে জাগিয়ে গেলে নিঠুর আমায় গেলে ছ'লে

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৫ খ্রিষ্টাব্দে ১৮ সেপ্টেম্বর (মঙ্গলবার, ১ আশ্বিন ১৩৪১ বঙ্গাব্দ), এইচএমভি রেকর্ড কোম্পানির সাথে কয়েকটি গান প্রকাশের জন্য নজরুলের একটি চুক্তি হয়। এই চুক্তিপত্রে এই গানটির উল্লেখ ছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৬ বৎসর ৪ মাস।
     
  • রেকর্ড:
    • এইচএমভির সাথে চুক্তিপত্র। [১৮ সেপ্টেম্বর ১৯৩৫ (বুধবার, ১ আশ্বিন ১৩৪২)
    • টুইন। আগষ্ট ১৯৪০ (ভাদ্র-আশ্বিন ১৩৪২) । এফটি ১৩৩৯১। গৌরী দাশগুপ্ত। সুর: গিরীন চক্রবর্তী

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।