আমি জানি তব মন বুঝি তব ভাষা (ami jani tobo mon bujhi tobo bhasha)

    তাল: কাহারবা
আমি জানি তব মন বুঝি তব ভাষা
তব কঠিন হিয়ার তলে জাগে কি গভীর ভালোবাসা॥
ওগো উদাসীন! আমি জানি তব ব্যথা
আহত পাখির বুকে বাণ বিঁধে কোথা
কোন্ অভিমান ভুলিয়াছ তুমি ভালোবাসিবার আশা॥
তুমি কেন হানো অবহেলা অকারণ আপনাকে,
প্রিয় যে হৃদয়ে বিষ থাকে সে হৃদয়ে অমৃত থাকে।
তব যে-বুকে জাগে প্রলয় ঝড়ের জ্বালা
আমি দেখেছি যে সেথা সজল মেঘের মালা
ওগো ক্ষুধাতুর আমারে আহুতি দিলে
মিটাবে কি তব পরানের পিপাসা॥ 

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৪০ খ্রিষ্টাব্দের ৮ জুন (বৃহস্পতিবার, ২৫ জ্যৈষ্ঠ ১৩৪৬), কলকাতা বেতার কেন্দ্র থেকে অতনুর দেশ  নামক গীতি-আলেখ্য সম্প্রচারিত হয়েছিল। এই গানটি ছিল এই অনুষ্ঠানে তরুণীর গান হিসেবে ব্যবহৃত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৪১ বৎসর ১ মাস।
     
  • পাণ্ডুলিপি: অতনুর দেশ গীতি-আলেখ্যের পাণ্ডুলিপি
  • বেতার: অতনুর দেশ গীতিচিত্র। কলকাতা বেতারকেন্দ্র।  ৮ জুন ১৯৪০ খ্রিষ্টাব্দ (শনিবার, ২৫ জ্যৈষ্ঠ ১৩৪৭), কলকাতা বেতার কেন্দ্রে সান্ধ্য অধিবেশন। সময় সন্ধ্যা ৭.০০-৭.৪৪টা।
    [সূত্র: বেতার জগত। ১১শ বর্ষ, ১১শ সংখ্যা [শনিবার, ১ জুন, ১৯৪০। ১৮ জ্যৈষ্ঠ ১৩৪৭] পৃষ্ঠা: ৫৯৫]
     
  • রেকর্ড:  এইচএমভি । সেপ্টেম্বর ১৯৪৬ (ভাদ্র-আশ্বিন ১৩৫৩) এন ২৭৭১৪। শিল্পী সন্তোষ সেনগুপ্ত। সুরকার: শৈলেশ দত্তগুপ্ত
     
  • স্বরলিপি ও স্বরলিপিকার: আহসান মুর্শেদ [নজরুল সঙ্গীত স্বরলিপি, সাতাশ খণ্ড, নজরুল ইন্সটিটিউট, ঢাকা। কার্তিক, ১৪১২/অক্টোবর ২০০৫ খ্রিষ্টাব্দ] চতুর্থ গান।[নমুনা]
  • সুরকার: শৈলেশ দত্তগুপ্ত। [উল্লেখ্য, বেতারে প্রচারিত গানের সুরকার ছিলেন নজরুল ইসলাম]
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: প্রেম
    • সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্যের গান
    • তাল: কাহারবা
    • গ্রহস্বর: সমা

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।