আমি ধূমকেতু সম এসেছিনু এক সৃষ্টির উন্মাদ (ami dhumketu somo eshechinu)
আমি ধূমকেতু সম এসেছিনু এক সৃষ্টির উন্মাদ।
হায় ধরণীরে ভালোবেসেছিনু সেই মোর অপরাধ॥
ক্ষীণ হয়েছিল যবে রবি-শশী তারা
আলো দিতে তাই চেয়েছি আপনহারা
আলোর আড়ালে পেয়েছি কেবল অন্ধকারের স্বাদ॥
সয়েছি যতনা অবমানমার গানি
পেয়েছি যাত না অবহেলা-ভরা বাণী।
আমি দূরে গেলে নীরবে নিভৃতে
চাহিবে ও মন আমারে লভিতে
কখন আসিবে উৎসব গীতে সকরুণ অবসাদ॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না।
- রন্থ: নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০১৮। গান ২৯৯৯