আমি নহি বিদেশিনী (ami nohi bideshini)

   আমি নহি বিদেশিনী।
(ঐ)  ঝিলের ঝিনুক, বিলের শালুক ছিল মোর সঙ্গিনী॥
                ঐ বাঁধা-ঘাট, ঐ বালুচর
                মাটির প্রদীপ, ঐ মেটে ঘর,
       চেনে মোরে ঐ তুলসীতলার নববধূ ননদিনী॥
       ‘বৌ কথা কও’ পাখি,
       বাদ্‌লা নিশীথে মনের নিভৃতে আজও যায় মোরে ডাকি’।
                এত কালো চোখ এলোকেশ-ভার
                এত শ্যাম-মেঘ আছে কোথা আর,
(ঐ)  পদ্ম-পুকুরে মোরে স্মরি’ ঝুরে সখি মোর কমলিনী॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৩৫৯ বঙ্গাব্দের ১১ই জ্যৈষ্ঠ (২৫ মে ১৯৫২ খ্রিষ্টাব্দ), গানটি বুলবুল দ্বিতীয় খণ্ড অন্তর্ভুক্ত হয়ে প্রকাশিত হয়েছিল। প্রকাশিকা হিসেবে নাম ছিল- মিসেস প্রমীলা নজরুল।
     
  • গ্রন্থ:
    • বুলবুল দ্বিতীয় খণ্ড
      • প্রথম সংস্করণ [১১ জ্যৈষ্ঠ ১৩৫৯ বঙ্গাব্দ (রবিবার ২৫ মে, ১৯৫২)]
      • নজরুল রচনাবলী ষষ্ঠ খণ্ড [জ্যৈষ্ঠ ১৪১৯, জুন ২০১২। বুলবুল দ্বিতীয় খণ্ড। ৮৫। পৃষ্ঠা ২৯৭]
    • নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্‌ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০১৮। গান ১১০৩। পৃষ্ঠা ৩৩৭]

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।