আমি নামের নেশায় শিশুর মতো ডাকি গো মা ব'লে (ami namer neshay shishur moto)

         আমি    নামের  নেশায় শিশুর মতো ডাকি গো মা ব'লে
          নাই দিলি তুই সাড়া মা গো নাই নিলি তুই কোলে                    

                  শুনলে 'মা' নাম জেগে উঠি
                      ব্যাকুল হয়ে বাইরে ছুটি
মাগো   ঐ নামে মোর নয়ন দু'টি ভ'রে ওঠে জলে

          ও নাম আমার মুখের বুলি ও নাম খেলার সাথি
          ও নাম বুকে জড়িয়ে ধ'রে পোহাই দুখের রাতি।

                  মা-হারানো শিশুর মতো
                      যপি ও -নাম অবিরত
মা       ঐ নামের-মন্ত্র আমার বুকে কবচ হয়ে দোলে  

  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৭ খ্রিষ্টাব্দের এপ্রিল  (চৈত্র ১৩৪৩-বৈশাখ ১৩৪৪) মাসে এইচএমভি থেকে গানটির প্রথম রেকর্ড প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৭ বৎসর ১১ মাস।
     
  • রেকর্ড: এইচএমভি।  এপ্রিল ১৯৩৭ (চৈত্র ১৩৪৩-বৈশাখ ১৩৪৪)। এন ৯৮৭৭। শিল্পী: কুমারী বিজনবালা ঘোষ (কালী) [শ্রবণ নমুনা]
     
  • স্বরলিপিকার ও স্বরলিপি: সালাউদ্দিন আহ্‌মেদ [নজরুল-সঙ্গীত স্বরলিপি, অষ্টাদশ খণ্ড। প্রথম সংস্করণ। নজরুল ইন্সটিটিউট আশ্বিন ১৪০৪/অক্টোবর ১৯৯৩। চতুর্থ গান]  [নমুনা]
  • সুরকার: কমল দাশগুপ্ত [শ্রবণ নমুনা]
     
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: ভক্তি [হিন্দুধর্ম, শাক্ত]
    • সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্য

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।