আমি নূতন ক’রে গড়ব ঠাকুর কষ্টি পাথর দে মা এনে (ami nuton kore gorbo thakur)

আমি নূতন ক’রে গড়ব ঠাকুর কষ্টি পাথর দে মা এনে।
দিব হাতে বাঁশি মুখে হাসি ডাগর চোখে কাজল টেনে॥
মথুরাতে আর যাবে না, মা যশোদায় কাঁদাবে না,
রইবে ব্রজগোপীর কেনা, চলবে রাধার আদেশ মেনে॥
শ্রীচরণ তার গড়ব না মা, গড়লে চরণ পালিয়ে যাবে
নাইবা শুনলে নূপুর-ধ্বনি, ঠাকুরকে তো কাছে পাবে।
চরণ পেলে দেশে দেশে, কুরুক্ষেত্র বাঁধাবে সে 

গন্ধমালা দিসনে মাগো, ভক্ত ভ্রমর ফেলবে জেনে॥
            দেখে কখন করবে চুরি
            একলা ঘরে মরব ঝুরি,
গন্ধমালা দিস্‌নে মাগো, ভক্ত ভ্রমর ফেলবে জেনে॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৪২ খ্রিষ্টাব্দের মে (বৈশাখ -জ্যৈষ্ঠ ১৩৪৯) মাসে মেগাফোন রেকর্ড থেকে গানটি প্রথম প্রকাশিত হয়। নজরুল ইসলামের ছিল ৪২ বৎসর ১১ মাস অতিক্রান্ত বয়সে গানটি রচিত হয়েছিল।
     
  • গ্রন্থ:  নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্‌ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০১৮। গান ১১৩২
  • রেকর্ড: মেগাফোন [মে ১৯৪২ (বৈশাখ-জ্যৈষ্ঠ ১৩৪৯)]। জেএনজি ৫৬২৮। শিল্পী: রমা পাল।

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।