আমি পথ-ভোলা ভিনদেশি গানের পাখি (ami poth-bhola bhindeshi ganer pakhi)
তাল: কাহার্বা
আমি পথ-ভোলা ভিনদেশি গানের পাখি
তোমাদের সুরের সভায় এই অজানায় লহ গো ডাকি'॥
তোমরা বেঁধেছ বাসা যে তরু-শাখায়
আমারে বসিতে দিও তাহারি ছায়ায়
গাহিবার আছে আশা, জানি না গানের ভাষা
তবু ভালোবাসা দিয়ে বাঁধ গো রাখি॥
মায়াময় তোমাদের তরুলতা, ফুল
তোমাদের গান শুনে' পথ হ'ল ভুল।
যেন শতবার এসে' জন্মেছি এই দেশে ─
বন্ধু হে বন্ধু, অতিথিরে চিনিবে না-কি॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে জানা যায় না। ১৯৩৬ খ্রিষ্টাব্দের ৩০ সেপ্টেম্বর তারিখে এইচএমভি [রেকর্ড] রেকর্ড কোম্পানীর সঙ্গে কবির চুক্তিপত্র হয়। সেই অনুযায়ী, ধারণা করা যায়, গানটি নজরুল ইসলামের ৩৭ বৎসর বয়সে রচনা হয়েছিল।
- রেকর্ড:
- ১৯৩৬ খ্রিষ্টাব্দের ৩০ সেপ্টেম্বর (বুধবার ১৪ আশ্বিন ১৩৪৩) এইচএমভি রেকর্ড কোম্পানীর সঙ্গে কবির চুক্তিপত্র হয়। এই চুক্তিপত্রে গানটি ছি।
- এইচএমভি। জানুয়ারি ১৯৩৭ পৌষ-মাঘ ১৩৪৩) এন ৯৮৩৮। শিল্পী: মড কস্টেলো [শ্রবন নমুনা]
- স্বরলিপিকার ও স্বরলিপি: সুধীন দাশ। [নজরুল-সঙ্গীত স্বরলিপি, ষষ্ঠ খণ্ড (নজরুল ইন্সটিটিউট, ফাল্গুন ১৪০৩। ফেব্রুয়ারি ১৯৯৭)-এর ৪র্থ গান। পৃষ্ঠা: ৩১-৩৩।] [নমুনা]
- পর্যায়:
- বিষয়াঙ্গ: আত্মকথন
- সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্য
- তাল: কাহারবা
- গ্রহস্বর: জ্ঞা