আমি প্রথমে বন্দনা করি তোমারি ওগো বারী তালা। (ami prothome bondona kori)
আমি প্রথমে বন্দনা করি তোমারি ওগো বারী তালা।
আমি তার পরে বন্দনা করি, রসুল সাল্লে আলা॥
আমি তারপরে সালাম করি,
দরবেশ আউলিয়া কদম ধরি,
এ আসরে যেন তরি, ওগো প্রভু খোদা তালা॥
বজলে করীম গুরু পরে,
সালাম জানাই ভক্তি ভরে,
গুরু, দোয়া তুমি করো মোরে, হয় যেন মোর মুখ উজালা॥
- রচনাকাল: ১৯১০-১৯১২ খ্রিষ্টাব্দ (১৩১৭-১৩১৯ বঙ্গাব্দ)। বরধ্মান জেলার চুরুলিয়া গ্রামে, নজরুলের ১১ থেকে ১৩ বৎসর বয়সের রচনা।
- গ্রন্থ:
- দুখুমিয়ার লেটো গান। ঐতিহাসিক পালা। 'যুবরাজ দারা শিকোহ'। প্রথম দৃশ্য। প্রথম গান। বন্দনা। সংকলক ও সম্পাদক: মুহম্মদ আয়ুব হোসেন। বিশ্বকোষ পরিষদ। নজরুল ফাউন্ডেশন। ১৯ অগ্রহায়ণ ১৪১০, ৬ ডিসেম্বর ২০০৩। পৃষ্ঠা: ৩৬৯।
- নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০০৩। গান সংখ্যা ২৮৫৭]
- বিষয়াঙ্গ: 'যুবরাজ দারা শিকোহ' পালার প্রথম গান। ভণিতা নাই।