আমি বাউল হ’লাম ধূলির পথে (ami baul holam dhulir pothe)

আমি বাউল হ’লাম ধূলির পথে ল’য়ে তোমার নাম।
আমার একতারাতে বাজে শুধু তোমারই গান, শ্যাম॥
নিভিয়ে এলাম ঘরের বাতি
এখন তুমিই সাথের সাথী,
আমি যেখানে যাই সেই সে এখন আমার ব্রজধাম॥
আমি আনন্দ-লহরি বাজাই নূপুর বেঁধে পায়ে,
শ্রান্ত হ’লে জুড়াই তনু বন-বীথি বটের ছায়ে।
ভাবনা আমার তুমি নিলে
আমায় ভিক্ষা-পাত্র দিলে
কখন তুমি আমার হবে পূরবে মনস্কাম॥

১. শ্রান্ত হলে জুড়াই তবু বংশী-বটের ছায়ে

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৭ খ্রিষ্টাব্দের জানুয়ারি (পৌষ-মাঘ ১৩৪৩) মাসে, টুইন রেকর্ড কোম্পানি থেকে গানটির একটি রেকর্ড প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৭ বৎসর ৭ মাস।
     
  • গ্রন্থ:
    • অগ্রন্থিত গান। নজরুল-রচনাবলী জন্মশতবর্ষ সংস্করণ দশম খণ্ড [বাংলা একাডেমী ঢাকা। জ্যৈষ্ঠ ১৪১৬, মে ২০০৯ ]। গান সংখ্যা: ৩৭১ পৃষ্ঠা: ৩৯৫।
    • নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ২২০৪]
    • নজরুল-সঙ্গীত স্বরলিপি ঊনপঞ্চাশতম খণ্ডে । স্বরলিপিকার: ইদ্‌রিস আলী। কবি নজরুল ইন্সটিটিউট, কার্তিক ১৪২৬। নভেম্বর ২০১৯। পৃষ্ঠা: ৩৯-৪২ [নমুনা]
  • রেকর্ড:
    • টুইন [জানুয়ারি ১৯৩৭ (পৌষ-মাঘ ১৩৪৩)]। টুইন। এফটি ৪৭৪৭। শান্তা বসু
    • ১৯৩৭ খ্রিষ্টাব্দের ২৫শে জানুয়ারি [সোমবার, ১২ মাঘ ১৩৪৩] টুইন রেকর্ড কোম্পানির সাথে নজরুলের একটি চুক্তি হয়। এই চুক্তিতে গানটি ছিল। [শ্রবণ নমুনা]
       
  • স্বরলিপি ও স্বরলিপিকার:
    • ইদ্‌রিস আলী। ১৯৩৭ খ্রিষ্টাব্দের অক্টোবর মাসে টুইন রেকর্ড কোম্পানি থেকে প্রকাশিত গানের [শিল্পী:  শান্তা বসু] সুরানুসারে স্বরলিপিটি নজরুল-সঙ্গীত স্বরলিপি ঊনপঞ্চাশতম খণ্ডে অন্তর্ভুক্ত হয়েছে।  [নমুনা]
       
  • পর্যায়:

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।