আমি বাঁধন যত খুলিতে চাই জড়িয়ে পড়ি তত (ami badhon joto khulite chai)
আমি বাঁধন যত খুলিতে চাই জড়িয়ে পড়ি তত।
শুভদিন এলো না দিনে দিনে দিন হল হায় গত॥
শত দুঃখ অভাব নিয়ে
জগৎ আছে জাল বিছিয়ে
অসহায় এ পরান কাঁদে জালে মীনের মত॥
বোঝা যত কমাতে চাই ততই বাড়ে বোঝা,
শান্তি কবে পাব কবে চল্ব হয়ে সোজা।
দাও ব’লে হে জগৎ-স্বামী
মুক্তি কবে পাব আমি?
কবে উঠবে ফুটে জীবন আমার ভোরের ফুলের মত॥
- ভাবসন্ধান: পার্থিব লোভ-লালসার জালে আবদ্ধ কবি বিপর্যস্ত। যতই এই জালের বন্ধন খুলে বেড়িয়ে আসতে যান, ততই আরও বেশি করে জড়িয়ে পড়েন। এই জাল থেকে মুক্ত হওয়ার বাসনায় তাঁর দিনের পর দিন চলে যায়, কিন্তু মুক্তির প্রহর আর আসে না।
শত দুঃখ অভাবের জাল ছড়িয়ে রয়েছে বিশ্বজগৎ জুড়ে। অসহায় মাছের মতো তিনি জালের মাঝে বন্দী হয়ে মুক্তির আশায় কাঁদেন। যতই সংসারের সকল ভার বিসর্জন দিয়ে হাল্কা হতে চান, ততই নতুন করে বোঝা বাড়ে। কবি ভেবে পান না, সংসারের ভারে ন্যুব্জ পথিকের মতো চলা থেকে মুক্ত হয়ে সোজা হয়ে কবে দাঁড়াতে পারবেন তিনি এবং কবে সহজ সরল পথে চলতে পারবেন মুক্তানন্দে।
তিনি তিনি মুক্তির কোনো পথ খুঁজে পান না। তাই মুক্তিদ্তার পরমসত্তারূপী জগৎ-স্বামীর কাছে সকাতরে জানতে চান, কবে তাঁর মুক্তি মিলবে। কবে ভোরের ফুলের মতো তাঁর জীবন ফুটে উঠবে সত্য সুন্দর হয়ে।
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৫ খ্রিষ্টাব্দের সেপ্টেম্বর (ভাদ্র-আশ্বিন ১৩৪২) মাসে, টুইন রেকর্ড কোম্পানি থেকে এই গানটির রেকর্ড প্রথম প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৬ বৎসর ৩ মাস।
- গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ১১৩৫। ]
- রেকর্ড: টুইন [সেপ্টেম্বর ১৯৩৫ (ভাদ্র-আশ্বিন ১৩৪২)]। এ্ফটি ৪০৭৪। শিল্পী: আব্দুল লতিফ
- স্বরলিপি ও স্বরলিপিকার: আহসান মুর্শেদ [নজরুল সঙ্গীত স্বরলিপি, পঁয়তাল্লিশতম খণ্ড, কবি নজরুল ইসলাম ইনস্টিটিউট। জুন ২০১৮] গান সংখ্যা ৩। পৃষ্ঠা: ২২ [নমুনা]
- পর্যায়: