আমি মদিনা মহারাজার মেয়ে সকলের জানা আছে (ami modina moharajar meye)

       নাট্যগীতি: ‘মদিনা’
আমি মদিনা মহারাজার মেয়ে সকলের জানা আছে।
নৌজোয়ান! তুমি কার ছেলে তুমি কেন এলে মোর কাছে॥
            আমি গান গাইতে জানি
            তুমি কি গান লিখতে জান?
তাহলে তুমি বাড়ি গিয়ে আমার তরে অনেক গান লিখে আন।
তাহলে তোমায় মালা গেঁথে দিব 

মোর গুল বাগানে অনেক ফুল ফুটেছে ফুলের গাছে॥
            তুমি মহারাজার, বাদশার ছেলে হও
            তাহলে আমার ঘরে এসে কথা কও,
            তব ভালো নাম কি হে কবি
            তাহলে আঁকব আমি তোমার ছবি,
আমি পর্দানশীন কুমারী, মোরে এখনো কেউ নাহি যাচে॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৪২ খ্রিষ্টাব্দের ৯ জুলাই(বৃহস্পতিবার, ২৪ আষাঢ়, ১৩৪৯) নজরুল কলকাতা বেতারকেন্দ্রে 'হারামণি' নামক লুপ্তরাগ অনুসন্ধানী অনুষ্ঠান করার জন্য আসেন। এই অনুষ্ঠানে তিনি গান করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন। এই সুস্থতার কিছু আগে নজরুল 'মদিনা' নামক একটি নাটকের খসড়া তৈরি করেছিলেন। এই নাটকের জন্যই তিনি এই গানটি রচনা করেছিলেন। এই সময় নজরুলের বয়স ছিল ৪৩ বৎসর ১ মাস।
     
  • গ্রন্থ:
    • মদিনা নজরুল রচনাবলী জন্মশতবর্ষ সংস্করণ অষ্টম খণ্ডে  [১২ই ভাদ্র ১৪১৫, ২৭শে আগষ্ট ২০০৮] ২। আমার 'মদিনা', নাটকের মর্ডার্ন গান, (মদিনা নিজে এটি গাইছে)।  পৃষ্ঠা: ৩০০-৩০১।
      পাদটীকায় লেখা আছে- 'তুমি'র স্থলে সম্ভবত 'আমি' হবে। এটিও  পাণ্ডুলিপির এক কোণে কবি লিখেছেন: কুমারী অনিমা চৌধুরী গাইবে।
  • নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্‌ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০১৮।] নাট্যগীতি: .মদিনা'। গান ১১২০। পৃষ্ঠা ৩৪২]
  • পত্রিকা। 'আমার মদিনা'।'নজরুল ইন্সটিটিউট পত্রিকা' জ্যৈষ্ঠ ১৩৯২ সংখ্যা। দ্বিতীয় গান/মদিনার গান। 

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।