আমি মহাভারতী শক্তিনারী (ami mohabharoti soktinari)
আমি মহাভারতী শক্তিনারী।
আমি কৃশ-তনু-অসিলতা, স্বাহা-আমি তেজ-তরবারি॥
আমি আশা-দীপ, জ্যোতি, - আমি কল্যাণ, সাম্য, প্রেম, সংহতি।
আমি ভবনে করুণা-কোমল আমি ভুবনের সর্ব দ্বন্দ্ব সংহারি’॥
আমি শান্ত উদাসীন মেঘে আনি বর্ষণ-বেগ, আমি তড়িৎলতা,
পরাজিত পৌরষে জাগায়ে তুরি, দূর করি নিরাশা দুর্বলতা।
আমি গার্গী, মৈত্রেয়ী, ভাগবতী শক্তি,
আমি নবারুণ আলোক আনিব বিশ্বে তিমির বিদারি’॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না।
- গ্রন্থ:
- নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ২২৮৭। পৃষ্ঠা: ৬৮৫-৬৮৬
- সন্ধ্যামালতী
- প্রথম সংস্করণ [শ্রাবণ ১৩৭৭ (জুলাই-আগষ্ট ১৯৭১)]
- নজরুল রচনাবলী জন্মশতবার্ষিকী সপ্তম খণ্ড [১১ জ্যৈষ্ঠ ১৪১৫, ২৫ মে ২০০৮। সন্ধ্যামালতী, গান ৩৪। পৃষ্ঠা: ১৪৩]