আমি যাবই যাব বনে (ami jaboi jabo bone)
আমি যাবই যাব বনে।
বুনো বাঘের অন্বেষণে॥
ফিরি যদি, রাতের বেলা
বাঁশি নিয়ে করব খেলা –
কয়লা আমি কাটবো নাকো খাদে,
মাঠে যেতে পরান আমার কাঁদে। (রে)
তার চেয়ে ব্যাধ হওয়া ভালো নতুন যৌবনে॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। সম্ভবত কবি এটি রচনা করেছিলেন ১৯৪১-৪২ খ্রিষ্টাব্দের ভিতরে।
- গ্রন্থ:
- শাল-পিয়ালের বনে [গীতিনাট্য]। ছেলের গান। নজরুল-রচনাবলী জন্মশতবর্ষ সংস্করণ। সপ্তম খণ্ড। বাংলা একাডেমী নভেম্বর ২০১২। পৃষ্ঠা: ২১৩
- নজরুল-সঙ্গীত সংগ্রহ, [নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২। ২২০৭ সংখ্যক গান। গীতিনাট্য: ‘শাল-পিয়ালের বনে’। পৃষ্ঠা: ৬৬৩]