আমি রব না ঘরে (ami robo na ghore)

আমি রব না ঘরে।
ওমা ডেকেছে আমারে হরি বাঁশির-স্বরে॥
        আমি আকাশে শুনি আমি বাতাসে শুনি
        ওমা নিশিদিন বাঁশরি বাজায় সে গুণী,
ওমা তাহারি সুরের সুরধুনী বহে অন্তরে বাহিরে ভুবন ভ’রে॥
যবে জাগিয়া থাকি,
হেরি’ শ্রীহরির পদ্ম-পলাশ আঁখি।
যদি ভুলিয়া কভু আমি ঘুমাই মাগো
সে-ঘুম ভেঙে দেয় বলে, জাগো জাগো,
সে শয়নে স্বপনে মোর সাধনা গো 

আমি নিবেদিতা মাগো তাহারি তরে॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৪২ খ্রিষ্টাব্দের মে (বৈশাখ -জ্যৈষ্ঠ ১৩৪৯) মাসে মেগাফোন রেকর্ড থেকে গানটি প্রথম প্রকাশিত হয়। নজরুল ইসলামের ছিল ৪২ বৎসর ১১ মাস অতিক্রান্ত বয়সে গানটি রচিত হয়েছিল।
     
  • গ্রন্থ:  নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্‌ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০১৮। গান ১১৩৮
  • রেকর্ড: মেগাফোন [মে ১৯৪২ (বৈশাখ-জ্যৈষ্ঠ ১৩৪৯)]। জেএনজি ৫৬২৮। শিল্পী: রমা পাল।

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।