আমি রবি-ফুলের ভ্রমর (ami robi-phuler bhromor)

আমি   রবি-ফুলের ভ্রমর।
তা’র   আলোক-মধু প্রিয়ে আমি আলোর মধুপ অমর॥
ঐ      শ্বেত-শতদল ফুটলো যেদিন গভীর গগন নীল সায়রে
তা’র   আলোর শিখা আকাশ ছেপে ছড়িয়ে গেল বিশ্ব 'পরে ─ স্তরে স্তরে,
সেই   বহ্নি-নলের পরাগ-রেণু
        আমিই যেন প্রথম পেনু, প্রথম পেনু গো
তাই   বাহির পানে ধেয়ে এনু গেয়ে আকুল স্বরে।
আজ   জাগো জগৎ! ঘুম টুটেছে বিশ্বে নিবিড় তমোর॥
তাঁ’র   জাগরণীর অরুণ কিরণ ─ গন্ধ যেদিন নিশি-শেষে
এই     অন্ধ জগৎ জাগিয়ে গেল আকাশ-পথের হাওয়ায় ভেসে ─ হঠাৎ এসে;
আমি   ঘুম-চোখে মোর পেনু আভাস,
         ঘরের বাহির করা সে-বাস ভাঙলে আবাস মোর॥
তাই    কূজন-বেণু বাজায়ে চলি আলোর দেশের শেষে
যথা    সহস্রদল কমল, আনন জাগ্‌ছে প্রিয়তমর॥
যেন    এ শ্বেত-সরোজ-সরোদ বাঁধা সপ্ত সুরের রঙিন তারে
         রচ্‌ছে সুরের ইন্দ্রধনু গগন-সীমায় তোরণ-দ্বারে তমোর ‘পারে,
তার    সে-সুর বাজি’ আমার শাখায় গহন-গহন শাখায় শাখায়
         তারায় কাঁপায় গো।
জাগে   ঐ কমলে পরশ প্রিয়ার চরণ নিরুপমর॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না।
     
  • গ্রন্থ:  নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্‌ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০১৮। গান ১১২১

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।